• ভারত বলেছে, রাশিয়া থেকে তেল কিনব না: ট্রাম্প , মোদির ‘আত্মসমর্পণ’? সরব বিরোধীরা
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের মিসা‌ইল ছুড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে। মোদির ভাবমূর্তি এবং ভারত সরকারের সার্বভৌমত্বকে যা ফেলে দিচ্ছে প্রশ্নের সামনে। ট্রাম্প বলেছেন, ‘মোদি আমাকে নিজেই বলেছেন, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। আমার বন্ধু আমাকে জানিয়েছেন, এই ক্রয় বন্ধ হবে।’ ট্রাম্পের এই মন্তব্যের পর ঝড় উঠেছে ভারতের রাজনৈতিক মহলে। বিরোধীদের প্রশ্ন, মোদি কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছেন? তিনি নিজে এবং সরকার স্পষ্ট করুক যে, ট্রাম্পের এই কথা কতটা সত্যি! ভারত কি গোপনে আমেরিকার কাছে সত্যিই মুচলেকা দিয়ে বলেছে যে, আর রাশিয়া থেকে তেল কিনব না? ভারতের বিদেশ মন্ত্রক এদিনই ড্যামেজ কন্ট্রোলে বিবৃতি জারি করে বলেছে, ভারত তার নাগরিকদের স্বার্থকে সবথেকে বেশি প্রাধান্য দেয়। সুতরাং কোথা থেকে তেল কেনা হবে, সেটা ওই নীতিকেই অনুসরণ করে।

    ১০ মে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি হয়ে গিয়েছে। যুদ্ধ থামিয়েছি আমিই। এ ছিল ভারতের সম্মানে চরম আঘাত। এবার দ্বিতীয় মিসাইল নিক্ষেপ করেছেন ট্রাম্প। হোয়া‌ইট হাউসে তিনি বলেছেন, ‘নরেন্দ্র মোদি গ্রেট লিডার। মোদি নিজেই আমাকে দুদিন আগে প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। কিন্তু এটা তো রাতারাতি কার্যকর করা যায় না। তাই ধীরে ধীরে হবে। মোদি আমাকে ভালোবাসেন। তবে আমি আর বেশি বলে মোদির রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিতে চাই না।’ ট্রাম্প এরপর মোদি সম্পর্কে একঝাঁক প্রশংসা করেন। বলেন, ‘আমি বহু বছর ধরেই ভারতের রাজনীতি লক্ষ্য করেছি। সেখানে প্রত্যেক বছর একজন করে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন... এরকমও হয়েছে। সেখানে আমার বন্ধু (মোদি) বহু বছর ধরে রয়েছেন।’ 

    এদিকে ট্রাম্প এভাবে সরাসরি মোদির নাম করে ভারতের প্রতিশ্রুতির কথা জানানোয় প্রত্যাশিতভাবেই ঝাঁপিয়ে পড়েছে বিরোধীরা। রাহুল গান্ধী বলেছেন, ‘মোদি ট্রাম্পকে ভয় পান। তিনি ট্রাম্পকে এটা বলার অধিকার দিয়ে দিয়েছেন যে, রাশিয়ার থেকে ভারতের তেল কেনার ব্যাপারে ট্রাম্পই সিদ্ধান্ত নেবেন!’ কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন করেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত ৫১ বার পাঁচটি দেশে বলেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী নীরব ছিলেন। প্রধানমন্ত্রী মনে হয় ভারতের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত ট্রাম্পের কাছে আউটসোর্স করে দিয়েছেন!’ সব মিলিয়ে যথেষ্ট ব্যাকফুটে মোদি সরকার। কথাই হয়নি: কেন্দ্রনয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্টের দাবি উড়িয়ে দিল কেন্দ্র। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হতেই আসরে নামে বিদেশ মন্ত্রক। প্রথমে একটি বিবৃতি জারি করা হয়। পরে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দেন, গতকাল ফোনে কথাই হয়নি দুই রাষ্ট্রনেতার। যদিও ট্রাম্প সাফ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদি আজ আমাকে আশ্বাস দিয়েছেন যে রাশিয়া থেকে তেল আর কিনবে না ভারত।’
  • Link to this news (বর্তমান)