• নির্যাতিতার বন্ধুর হস্টেল থেকে সেই রাতের পোশাক বাজেয়াপ্ত, দুর্গাপুর কাণ্ডে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: ঘটনার রাতে জঙ্গল এলাকা থেকে নির্যাতিতা ও তাঁর পুরুষ বন্ধু একসঙ্গেই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিরে এসেছিলেন। হাসপাতালে ফিরে হস্টেলে নিজেদের রুমে যান তাঁরা। যে পোশাক পরে তাঁরা জঙ্গলে গিয়েছিলেন সেই পোশাক পরিবর্তন করেন। তারপর অন্যান্য সহপাঠীদের সঙ্গে হাসপাতালে চিকিৎসার জন্য যান। তদন্তে নেমে আধিকারিকরা এমন তথ্য জানতে পেরেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার পুরুষ বন্ধুর হস্টেলের ঘর থেকে ব্যবহৃত পোশাক ও একান্ত কিছু ব্যক্তিগত জিনিস বাজেয়াপ্ত করেছে।

    গণধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত জেরায় বারবার অবস্থান বদল করছে। রহস্য উন্মোচন করতে পুলিশের হাতিয়ার প্রযুক্তি। ঘটনাস্থল থেকে নির্যাতিতা তার পুরুষ বন্ধুকে একাধিকবার ফোন করেছিলেন বলে দাবি করেছেন। নির্যাতিতার ফোনটি দুষ্কৃতীরা ছিনতাই করেছিল। পরে সেটা জঙ্গলে একটি গাছের ডাল থেকে পুলিশ উদ্ধার করে। দুষ্কৃতীরা নিজেদের বাঁচাতে একাধিক প্রভাবশালীকে ফোনও করেছিল। তারা পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে। সেই সূত্র ধরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ ফোনের কললিস্ট এবং টেকনিক্যাল আরও কয়েকটি বিষয় ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

    তদন্তে কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার। সাইবার বিশেষজ্ঞ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে এই মামলার বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করেছে সরকার। বৃহস্পতিবারই দুর্গাপুরে আসেন বিভাসবাবু। তিনি ডেপুটি পুলিশ কমিশনার(পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুরের এসিপি সুবীর রায় এবং এই মামলার তদন্তে যুক্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। এখনও পর্যন্ত পুলিশ যে সব নথি সংগ্রহ করেছে তা তিনি খতিয়ে দেখেন। পাশাপাশি তদন্তের স্বার্থে আর কী কী প্রয়োজন, তার তালিকা পুলিশের কাছে দেন। অনেকে মনে করছেন, বিভাসবাবুর মতো সাইবার বিশেষজ্ঞ আইনজীবী এই মামলায় যুক্ত হওয়ায় পুলিশের পক্ষে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সহজ হবে। উল্লেখ্য, এর আগে একের পর এক জটিল মামলায় অভিযুক্তদের সাজা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বিভাসবাবু। 

    তবে, এদিন মামলা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিভাসবাবু। তিনি বলেন, রাজ্য সরকার এই মামলায় আমাকে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। এর বেশি আমার পক্ষে এখনই কিছু বলা সম্ভব নয়।
  • Link to this news (বর্তমান)