নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুরনো শত্রুতার জের। আর সেই কারণে মদের আসরে খুন হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরের কাসুন্দিয়া এলাকায়। মৃতের নাম রবি প্রসাদ (৪০)। তদন্তে নেমে খুনের এক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। কাসুন্দিয়া এলাকার একটি পাঁচতলা আবাসনের ছাদে মদের আসর বসেছিল। ওই আবাসনেরই এক বাসিন্দা বিকাশ চৌধুরীর সঙ্গে ছাদে মদ্যপান করছিলেন রবি প্রসাদ সহ কয়েকজন। মাঝেমধ্যেই মদ্যপান করতে ফ্ল্যাটে আসতেন রবি প্রসাদ। এদিন রাতে মদের আসরে আচমকাই বিকাশের সঙ্গে রবির বচসা শুরু হয়। আচমকা বিকাশ একটি ছুরি বের করে রবির পেটে বেশ কয়েক কোপ মেরে পালিয়ে যায়। সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রবি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খুনের ঘটনার পরেই শহরজুড়ে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। রাত সাড়ে এগারোটা নাগাদ হাওড়া থানা এলাকায় একটি ঝোপ থেকে মূল অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত ছুরিটিও।