গাড়ির যন্ত্রাংশ কেনার নামে প্রতারণা, গ্রেফতার যুবক
বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: সাইকেল ও গাড়ির যন্ত্রাংশ কেনার নামে প্রতারণা। এমন অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম মনোতোষ দাস (৩১)। গাইঘাটা থানার ছেকাটি এলাকার বাসিন্দা। বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ১২ অক্টোবর গোবরডাঙা এলাকায় একটি স্পেয়ার পার্টসের দোকানে ফোন করে প্রায় দু’লক্ষ টাকার যন্ত্রাংশ অর্ডার করেন। তিনি জানান, বনগাঁয় তাঁর একটি দোকান রয়েছে। দোকানে জিনিসগুলি পৌঁছে গেলেই দাম মিটিয়ে দেবেন। অর্ডার মতো একটি গাড়ি করে ওই স্পেয়ার ও পার্টস বনগাঁর উদ্দেশ্যে পাঠিয়ে দেন দোকান মালিক অমিত চৌধুরী। অভিযোগ বনগাঁ থানার কালুপুর এলাকায় গাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকার মাল নামিয়ে নেন অভিযুক্ত মনোতোষ। বলেন, বাকিটা বনগাঁ ১ নম্বর রেলগেট সংলগ্ন দোকানে পৌঁছে দিয়ে টাকা দোকান থেকে নিয়ে নিতে। এরপর থেকেই মোবাইল বন্ধ করে দেন অভিযুক্ত। গোবরডাঙার বাসিন্দা ব্যবসায়ী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তখন থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বুধবার বনগাঁ থানার পুলিশ নাগেরবাজার এলাকা থেকে বমাল অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁতে অভিযুক্তের কোনও দোকান নেই। সম্প্রতি নাগেরবাজারে একটি দোকান করেছেন তিনি। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।