• অস্ত্র সহ চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার দু’টি ওয়ান শটার পিস্তল
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: খড়দহ ও কামারহাটিতে পৃথক ঘটনায় অস্ত্র সহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আফরোজ ওরফে মুন্না, শুভেন্দু মিত্র ওরফে দীপু, জিৎ শিকদার ওরফে বাবিন ও শামিম হুসেন ওরফে গিল। 

    মহম্মদ আফরোজের বাড়ি কামারহাটি ওল্ড লাইনে। বুধবার রাতে কামারহাটি থানার পুলিশ তাকে এসডি ঘাট রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল উদ্ধার হয়। ধৃতকে জেরা করে পুলিশ জেনেছে, তিনি ওই অস্ত্র বিক্রির জন্য ওই এলাকায় এসেছিলেন। ধৃতকে বৃহস্পতিবার বারাকপুর মহকুমা আদালতের বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

    অন্যদিকে, খড়দহ থানার পুলিশ কয়েক দিন আগে সামিম হোসেন ও জিৎ শিকদারকে গ্রেপ্তার করেছিল। তাঁদের জেরা করে হালিশহর সাউথ প্রসাদনগরের নেতাজি সরণি থেকে শুভেন্দু মিত্র ওরফে দীপুকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃতকে এদিন বারাকপুর মহকুমা আদালতের বিচারক চারদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)