থিম ও বিগ বাজেটের পুজোয় বারাসতকে চ্যালেঞ্জ নৈহাটির
বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত কয়েক বছর ধরে নৈহাটির কালীপুজো চ্যালেঞ্জ দিচ্ছে বারাসতকে। থিম ও বিগ বাজেটের পুজোর ক্ষেত্রে কোনও অংশে পিছিয়ে নেই নৈহাটি। এখানে বড় আকারের প্রতিমা হয়। ১৮, ২০ বা ২২ ফুটেরও বেশি দৈর্ঘের মূর্তির পুজো হয়।
শহরের ব্যস্ততম রাস্তা অরবিন্দ রোডে বড়মা’র পুজো দেখতে লক্ষ মানুষের ভিড় জমে। এই রাস্তায় সাতটি বড় পুজো হয়, হকারকালী, গাঁজাকালী, কদমকালী, বেচাকালী প্রভৃতি। এবার অন্যতম আকর্ষণ ৬০ বছরে পা দেওয়া নিউ স্টার ক্লাবের পুজো। ৬০ কেজি সোনার গয়না পরবেন কালী। ক্লাবের কর্তা নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, ‘থাইল্যান্ডের ড্রাগন উৎসব অনুকরণে মণ্ডপ হচ্ছে। ৬০ কেজি গয়না দিয়ে সাজানো নৈহাটির মধ্যে রেকর্ড।’ আর একটি বড় পুজো করে নৈহাটির চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আইএনটিটিইউসি অনুমোদিত হকার ইউনিয়ন। তারা কেরালার বিষ্ণুমন্দির বা পদ্মনাগ মন্দিরের অনুকরণে মণ্ডপ করছে। পুজোর কর্তা নৈহাটির আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারী। তিনি বলেন, ‘পুজো ৪৪ বছরে পড়ল। বিষ্ণু মন্দির হচ্ছে। প্রতিমা তারই অনুকরণে। বর্ণময় হবে আলোকসজ্জা।’ সাত নম্বর বিজয়নগরের কাঠগোলা পুজো কমিটির এবার ৭৫ বছর। কমিটির সম্পাদক সমীর বন্দ্যোপাধ্যায় জানান, যক্ষরাজার প্রহরী থিম করে মণ্ডপ হচ্ছে। মণ্ডপ লোহার তৈরি। প্রতিমা হচ্ছে সামঞ্জস্য রেখে। লোহাঘাট পার্ক অ্যাসোসিয়েশনের পুজো ৬৫ বছরে পড়ল। রাজস্থানী ঘরানার মণ্ডপ। কৃষ্ণের চরিত্র তুলে ধরা হচ্ছে। প্রতিমা সেই অনুকরণে। মূর্তির উচ্চতা ১৮ ফুট। গৌরীপুর নাগরিকবৃন্দের পুজো ৫৩ বছরে পড়ল। প্রতিমা ১৮ ফুট উচ্চতার। আলো আসবে চন্দননগর থেকে। গোপাল স্মৃতি সংঘের পুজোর থিম, নারী সুরক্ষা। সাম্প্রতিক সময়ের নারী নির্যাতনের ঘটনা মণ্ডপে তুলে ধরা হয়েছে। থিম, ‘চাই না হতে উমা’। উমা কাল্পনিক ভাবনা। দেশবন্ধু পল্লি আমরা সবাই ক্লাবের পুজো ৭৭ বছরে পড়ল। এবার হচ্ছে রাজস্থানের শিসমহল। সে অনুকরণেই প্রতিমা। সবথেকে উঁচু প্রতিমা হয় বিডিও মাঠে। সেখানে ২৯ হাত কালী। কাঁকিনাড়ার পানপুরে বালক বৃন্দের পুজোর কর্ণধার দীপক লাহিড়ী জানান, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন অবিকল তা ফুটিয়ে তোলা হচ্ছে। প্রতিমা হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে। নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘নৈহাটির ঐতিহ্য হচ্ছে কালীপুজো। তা দেখতে লক্ষ লক্ষ মানুষ আসেন। ভিড় নিয়ন্ত্রণে বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত