• সচেতনতা বৃদ্ধিতে বাস-অটো-বাইক চালকদের নিয়ে বিশেষ কর্মসূচি বিধাননগর কমিশনারেটের
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সামনেই কালীপুজো ও দীপাবলি উৎসব। তার আগে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে প্রতি জায়গায় ট্রাফিক সচেতনতা কর্মসূচি পালন করছে পুলিশ। বাস, অটো, রিকশ এবং বাইক চালকদের সচেতন করা হচ্ছে। নিয়ম মেনে চালানো, সিগনাল অমান্য না করা, বেপরোয়া গতি না তোলা, মদ খেয়ে গাড়ি-বাইক না চালানো ইত্যাদি বিষয়ে সকলকে সচেতন করা হয়েছে। পুলিশের দাবি, দুর্গাপুজোর সময় স্পেশাল ড্রাইভ চালানো হয়েছিল। তাতে প্রায় ছ’হাজার গাড়ি, বাস, ট্যাক্সি ও বাইকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক আইনে প্রায় ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। কালীপুজোতেও চলবে অভিযান।

    এয়ারপোর্ট ট্রাফিক গার্ড এবং লেকটাউন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বুধবার টোটো চালক এবং ই-রিকশ চালকদের সচেতন করা হয়েছে। জাতীয় সড়কে টোটো চলা নিষিদ্ধ বলে জানানো হয়েছে। সেই সঙ্গে গতি, সিগনাল মেনে চালানো, মদ না খেয়ে চালানোর বিষয়ে সতর্ক করা হয়েছে। সল্টলেক শহরে বৃহস্পতিবার অটো চালক এবং প্যাডেল রিকশ চালকদের নিয়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। তাঁদের নিয়ে শহরে একটি মিছিলও করা হয়েছে। এদিনই রাজারহাট ট্রাফিক গার্ডের উদ্যোগে রাজারহাটের লাউহাটি ৯১ বাস স্ট্যান্ডে বাস চালকদের সচেতন করা হয়েছে। এদিন নিউটাউন ট্রাফিক গার্ড এবং এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও বাইক চালকদের সচেতন করা হয়েছে। নিউটাউনে বিনামূল্যে ১০০টি এবং এয়ারপোর্টে ৩০টি হেলমেট বিতরণ হয়েছে। 

    কেউ যাতে বিনা হেলমেটে বাইক না চালান, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে ট্রিপল রাইড দিয়েও সতর্কতামূলক প্রচার করেছে পুলিশ। এবার দুর্গাপুজোয় বিনা হেলমেট পরে বাইক চালানোর জন্য ১৪০৩ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ট্রিপল রাইডের কারণে ৭৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দাবি, পথ নিরাপত্তার জন্যই এই উদ্যোগ। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)