নাবালিকার উপর নির্যাতনে অভিযুক্ত দম্পতি, তদন্ত শুরু
বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৩ বছরের এক নাবালিকার উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। এন্টালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মারধর, পকসো ও শিশুশ্রম প্রতিরোধক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত দম্পতি গ্রেফতার হয়নি। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি পেশ করেছে। পুলিশ সূত্রের খবর, ওই নাবালিকা বিহারের বাসিন্দা। কলকাতায় তার এক আত্মীয় রয়েছেন। সেই সূত্রেই অভাবী সংসারের ওই নাবালিকাকে তার আত্নীয়ের মাধ্যমে এন্টালি এলাকায় একটি বাড়িতে কাজে লাগানো হয়। অভিযোগ, দম্পতির একটি শিশুকে ওই নাবালিকা দেখাশোনা করত। কিন্তু শিশুটি কোনও সময় কান্নাকাটি করলে বা খাওয়ানোর সমস্যা হলেই নাবালিকার উপর নির্যাতন চলত। এমনকী অভিযোগ, নানা সময় বাড়ির মালিক রাতে নাবালিকার ঘরে ঢুকে তাঁর উপর যৌন হয়রানিও চালাতেন। এমন অত্যাচার সহ্য করতে না পেরে সম্প্রতি ওই কিশোরী কলকাতায় থাকা তার আত্মীয়ের বাড়িতে চলে আসে। এরপরই বিষয়টি পুলিশে জানানো হয়। তার ভিত্তিতে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। শিয়ালদহ আদালত সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে।