নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজো ও দীপাবলি ঘিরে জমে উঠেছে উত্তর কলকাতার রবীন্দ্র সরণিতে প্রদীপের বাজার। রং বেরঙের প্রদীপ কিনতে সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছে মানুষ। বৃহস্পতিবার প্রদীপের বাজারে ব্যবসায়ীদের দোকান উপচে পড়েছে ভিড়ে। ৩০ রকমেরও বেশি প্রদীপ বিক্রি হচ্ছে দোকানগুলিতে।
কুমোরটুলি থেকে কিছুটা এগলে রবীন্দ্র সরণি। সেখানে বসেছে প্রদীপের বাজার। ব্যবসায়ীরা বলেন, ‘মাটির প্রদীপের চাহিদা বাড়ছে। সবরকম প্রদীপ আমাদের পাইকারি বাজার থেকে কিনে আনতে হয়। কোন খদ্দের কি ধরনের চাইবেন তা বোঝা সম্ভব নয়। ফলে সবরকম রাখতে হয়।’ কলকাতার পাথুরিয়া ঘাট স্ট্রিটের বাসিন্দা বিনীতা সরকার ও তাঁর স্বামী এসেছিলেন প্রদীপের বাজারে। তিনি বিভিন্ন ডিজাইনের দুশোর মতো প্রদীপ কিনলেন। বলেন, ‘কালীপুজোর দিন বাড়িতে ধনলক্ষ্মীর পুজো হয়। বাড়ির বিভিন্ন জায়গায় সন্ধ্যায় জ্বালানো হয় মাটির প্রদীপ।’ রমেশ প্রসাদ নামে এক ব্যবসায়ী দেওয়ালির জন্য কিনতে এসেছিলেন। প্যাকেটে মোড়া রঙিন প্রদীপ কিনলেন। তিনি জানান, দোকানে আসা খদ্দেরদের তিনি মিষ্টির প্যাকেটের সঙ্গে কারুকাজ করা রঙিন প্রদীপ দেন। বিডন স্ট্রিটের বাসিন্দা তনিমা কর্মকার বলেন, ‘বাড়ির কালীপুজোর ২৩ বছর। পুজোয় ১০৮ প্রদীপ লাগে। বাড়ির বারান্দা, ছাদের চারধার প্রদীপ দিয়ে সাজানোর রীতি। এখানে দাম একটু কম পাওয়া যায়।’ প্রদীপ ব্যবসায়ীরা বলেন, ‘কালীপুজোর দিন দুপুর পর্যন্ত বাজার থাকবে। বৃহস্পতিবার প্রদীপের বাজার ভালো ছিল। শনি‑রবিবার বিক্রি আরও বাড়বে।’