নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে লাল বালতি নিয়ে উত্তরবঙ্গের জন্য আরও একবার ত্রাণ সংগ্রহে পথে নামলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার বিকেলে পার্টির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ধর্মতলা, চাঁদনি চক এলাকায় যান বিমানবাবু। পথচলতি মানুষ থেকে ব্যবসায়ী– সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিমানবাবু বলেন, উত্তরবঙ্গে অপরিকল্পিত নগরায়নের ফলে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। কলকাতা মহানগরীকে তো পাশে দাঁড়াতেই হবে। সেই কারণেই আমরা পথে নেমেছি। ত্রাণ নিয়ে রাজনীতির প্রসঙ্গে বিমানবাবু বলেন, ওঁরা সব সময়েই বাইনারি তৈরির চেষ্টা করেন। আমাদের ছাত্র-যুব, রেড ভলান্টিয়াররা প্রথম দিন থেকে দফায় দফায় উত্তরবঙ্গে ত্রাণ নিয়ে যাচ্ছেন। -নিজস্ব চিত্র