• ১৬ লক্ষ দিয়েও সাত বছরে ফ্ল্যাট মেলেনি, পুলিশের দ্বারস্থ পরিবার
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফ্ল্যাট কেনার জন্য নির্মাণ সংস্থাকে ১৬ লক্ষ ৪০ হাজার টাকা দিয়েছিলেন কলকাতার গরফার এক বাসিন্দা। কিন্তু, সাত বছরেও তিনি ফ্ল্যাট পাননি। ফিরে পাননি টাকাও। আর্থিক সমস্যার কারণে তাঁর স্ত্রীর সঠিক চিকিৎসাও করাতে পাননি। ফলে, স্ত্রীকে বাঁচাতেও পারেননি। পুরো বিষয়টি নিয়ে ওই ব্যক্তি রাজারহাট থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি নির্মাণকারী সংস্থা এবং সংস্থার পক্ষে যাঁকে টাকা দিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতারিত ব্যক্তির দাবি, তিনি শুধু একা নন। তাঁর মতো অনেকেই এমন প্রতারণার শিকার।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি ফ্ল্যাট কেনার জন্য ২০১৮ সালে নির্মাণ সংস্থার অধীন এক ব্যক্তিকে ওই টাকা দেন। তাঁকে বলা হয়েছিল, ৩৬ মাসের মধ্যেই অর্থাৎ, তিন বছরের মধ্যেই তাঁকে নতুন ফ্ল্যাটের দখল দিয়ে দেওয়া হবে। সেই হিসেবে ২০২১ সালের মধ্যেই ফ্ল্যাট পেয়ে যাওয়ার কথা তাঁর। কিন্তু, ওই নির্মাণ সংস্থা নাকি কোনও কাজই শুরু করেনি। বারবার তাদের কাছে গিয়ে হয়রানির শিকার হতে হয়। পরে ওই ব্যক্তি ঠিক করেন, তিনি টাকা ফেরত নেবেন। ওই সংস্থার কাছ থেকে আর ফ্ল্যাট কিনবেন না। কিন্তু, কোনওভাবেই ওই সংস্থার পক্ষ থেকে তাঁকে এক টাকাও ফেরত দেওয়া হয়নি। সঞ্চিত ওই বিপুল পরিমাণ অর্থ হারিয়ে আর্থিক সমস্যায় পড়েছেন তিনি। প্রসঙ্গত, টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ নতুন নয়। এর আগেও একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ উঠেছে। লেকটাউনের একটি নির্মাণ সংস্থা ফ্ল্যাট বুকিংয়ের নামে কোটি কোটি টাকা তুলেছিল। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (বর্তমান)