নেশার টাকা না দেওয়ায় ভাগ্নেকে ছুরির আঘাত, গ্রেফতার মামা
বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেশা করার জন্য নাবালক ভাগ্নের কাছে টাকা চেয়েছিল মামা। সে টাকা দিতে রাজি না হওয়ায়, ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। বাধা দেওয়ায় তার মাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়। ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকায়। নাবালকের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সানোয়ার হোসেনকে গ্রেফতার করেছে তিলজনা থানা। তিলজলার বাসিন্দা ওই নাবালককে মামার বাড়িতে রেখে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন মা। ছেলের হাতে ৫০০ টাকা দিয়ে গিয়েছিলেন। কোনও প্রয়োজন পড়লে যাতে অসুবিধা না হয়। ভাগ্নের কাছে ৫০০ টাকা রয়েছে, জানত মামা সানোয়ার। সে ভাগ্নের কাছে ওই টাকা চায় নেশার দ্রব্য কিনবে বলে। একসঙ্গে খাবে বলে জানায়। কিন্তু ওই নাবালক মামাকে জানিয়ে দেয়, সে টাকা দেবে না, নেশাও করবে না। মা ফিরে এলে গোটা বিষয়টি জানায়। এই নিয়ে দিদির সঙ্গে ভাইয়ের ঝামেলা বাধে। অভিযোগ, টাকা না দেওয়ায় ভাগ্নেকে ছুরি দিয়ে আঘাত করে মামা। মা প্রতিবাদ করলে তাঁকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর মহিলা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ মারধর, আঘাত করা, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় কেস রুজু করে সানোয়ারকে গ্রেফতার করে। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়। তাকে পুলিশি হেপাজতে পাঠায় আদালত।