• নিমতলা ঘাটে পরপর একই দুর্ঘটনা, ৩ জনকে চাপা দিয়ে সোজা জলে পড়ল ফাঁকা গাড়ি, মাঝগঙ্গায় ভাসছে চারচাকা
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি প্রাইভেট কার, একটি ট্যাক্সির পর নিমতলা ঘাটে ফের গড়িয়ে গিয়ে গঙ্গায় ডুবে গেল একটি ফাঁকা গাড়ি। 

    বৃহস্পতিবার ভোররাতে নিমতলা ঘাটের ধারে ঢাল ঘেঁষে গাড়ি রেখে পুজো দিতে গিয়েছিলেন মালিক। সেটির চাকা হঠাৎ গড়াতে শুরু করে। ঘাটে শুয়ে ঘুমোচ্ছিলেন দু’জন। তাঁদের উপর দিয়ে চাকা চলে যায়। এক মহিলা ঘাটে দাঁড়িয়েছিলেন। তাঁকেও ধাক্কা দেয়। ধাক্কার পর সোজা গঙ্গায় নেমে যায়। তারপর ডুবে যায় সাদা রঙের চারচাকাটি। চাকার তলায় পড়ে জখম হন তিনজন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লালবাজার জানিয়েছে, ঢালু পথে গাড়ি পার্ক করে হ্যান্ডব্রেক টানতে ভুলে গিয়েছিলেন চালক। তার জেরেই গড়িয়ে গিয়েছে চাকা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পাঁচটা নাগাদ গাড়িতে করে আসেন তিনজন। গাড়ির কাচ তুলে লক করে চলে যান। গাড়ির সামনের চাকা ছিল সমতলে। পিছনের দু’টি চাকা ঘাটের ঢালু অংশে রাখা ছিল। চালক ও আরোহী চলে যাওয়ার কিছুক্ষণ পর আচমকা চাকা গড়াতে শুরু করে। পিছনের দিকে দ্রুত বেগে গঙ্গার দিকে নামতে থাকে। গাড়ির চাকার সোজাসুজি শুয়েছিলেন তারক সরকার (৪২) ও সুমিতা সরকার (৩৫)। গাড়িটি নিউট্রাল গিয়ারে থাকায় মাধ্যাকর্ষণের কারণে দ্রুত নামতে থাকে। সময় মতো সরতে পারেননি স্বামী-স্ত্রী তারক ও সুমিতা। তাঁদের উপর দিয়ে গড়িয়ে যায় গাড়ির চাকা। গতি একটু কমে। কিন্তু থেমে যায়নি। রোশনাইরা খাতুন (৪২) নামে উলুবেড়িয়া থেকে আসা একজন দাঁড়িয়ে ছিলেন ঘাটে। তাঁকে ধাক্কা দেয় গাড়িটি। তারপর জলে পড়ে ডুবে যায়।   

    বিষয়টি দেখে আশপাশ থেকে ছুটে আসে লোকজন। গাড়িটি থামানোর চেষ্টা করে। কিন্তু পারেনি। সেটি গঙ্গায় ডুবে যায়। তখন গঙ্গায় জোয়ার আসে। ফলে বেশ কিছুটা দূরে ভেসে যায়। উত্তর বন্দর থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জলপথে আসে রিভার ট্রাফিক পুলিশ। অনেক চেষ্টার পরও মাঝগঙ্গা থেকে গাড়ি পাড়ে আনতে ব্যর্থ হয় পুলিশ। তারপর ক্রেনের সাহায্যে গাড়ি জল থেকে তোলে রিভার ট্রাফিক ও বিপর্যয় মোকাবিলা দফতর। দুপুর দু’টো নাগাদ ডুবন্ত গাড়িটি উদ্ধার হয়। স্থানীয়দের বক্তব্য, এ নিয়ে নিমতলা ঘাটে গাড়ি ডোবার পরপর তিনটি ঘটনা ঘটল। ফলে পুলিশি নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠছে। ঘাটের ঢালু অংশে গাড়ি কেন পার্ক করা হচ্ছে? এ নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। গাড়ি পার্ক করার বিকল্প জায়গার দাবি তুলেছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)