• Breaking News Live: গুজরাটের চার দুষ্কৃতিকে কলকাতায় ধরতে গিয়ে নাজেহাল পুলিশ
    এই সময় | ১৭ অক্টোবর ২০২৫
  • গুজরাটের চার জন দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে রয়েছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। সেই সূত্র ধরে পুলিশ তাঁদের খোঁজ করতে শুরু করে। সূত্রের খবর, হায়াত হোটেলের কাছ থেকে দুজন দুষ্কৃতীকে পুলিশ আটক করে। কিন্তু বাকি দুজন পালিয়ে যায়। তার মধ্যে একজন পূর্বাচল আবাসনের ক্লাসটার ফোরের ছাদের কার্নিসে লুকিয়ে পড়ে। সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আইপিএস কোয়াটারে গা ঢাকা দিতে যায়। সেখানকার নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করে বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে ধরে ফেলেন। এর পরে তাঁরা ওই দুষ্কৃতীকে কলকাতা পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে, কলকাতা পুলিশের তৎপরতায় তিন জনকে আটক করা হয়েছে। কিন্তু একজন দুষ্কৃতী এখনও পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।

    দ্রুত গতির অ্য়াম্বুল্যান্সের চাকা ফেটে রাস্তার পাশে উল্টে গিয়ে শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের সীতাপুর জেলায়। অ্যাম্বুল্যান্সে থাকা এক রোগী-সহ পাঁচজনের মৃত্যু ঘটনাস্থলেই। আটারিয়া থানার পুলিশ জানিয়েছে, হিন্দু হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, উত্তরাখণ্ড থেকে এক রোগীকে নিয়ে বারাণসীর হাসপাতালে যাচ্ছিল ওই অ্য়াম্বুল্যান্স। মৃত তিনজনের পরিচয় জানা গিয়েছে। বাকি দু'জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

    শবরীমালা মন্দিরে সোনা চুরি মামলার তদন্তের জন্য কেরালা হাইকোর্ট বিশেষ তদন্তকারী দল (সিট) নিযুক্ত করেছিল। পুলিশ শুক্রবার ভোরে এই ঘটনায় প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পোট্টিকে গ্রেপ্তার করেছে। এসপি বিজয়ের নেতৃত্বাধীন এসআইটি দল তাঁকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।

    কর্নাটকের হাভেরি জেলায় ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে হাভেরি জেলার রানেবেন্নুর তালুকের কাকোলার কাছে জাতীয় সড়ক ৪৮-এ। মৃতদের নাম চমানাসাব কেরিমাট্টিহাল্লি (৬৫), মাবুসাব ডড্ডাগুব্বি (৬৫) এবং নিংগাম্মা জিগ্যালার (৭০)। দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের রানেবেন্নুর তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানেবেন্নুর গ্রামীণ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

    দক্ষিণ দিনাজপুরে রোগীর মৃত্যুকে ঘিরে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার মধ্য রাতে হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃতার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। পরে পুলিশের সঙ্গে মৃতের পরিবারের লোকেরা বচসায় জড়িয়ে পড়েন।

    আজ সারাদিন কলকাতায় মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে। শনি ও রবিবার খুব হালকা বৃষ্টি হতে পারে। কালীপুজো এবং দীপাবলির দিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। শুক্রবার উত্তরবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে। শনিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা হয়েছে।

  • Link to this news (এই সময়)