• ধীরে ধীরে উধাও হচ্ছে শীতের আমেজ! ফের বৃষ্টির পূর্বাভাস
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধীরে ধীরে শীতের আমেজ উধাও হচ্ছে শহর থেকে। বাতাসে বৃদ্ধি পাচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ। চড়া রোদ। সেই কারণে বর্ষা বিদায়ের পর থেকেই যে শীতের আমেজ পাচ্ছিলেন শহরবাসী, তা কিছুদিনের জন্য উধাও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কাল, শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ও রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তাই কালীপুজোতেও বৃষ্টির ভ্রুকুটি থাকছেই। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শুক্রবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 
  • Link to this news (বর্তমান)