• পরকীয়ার জেরে বিবাদ, প্রেমিকার স্বামীকে মারতে এসে নিজেই ‘খুন’ যুবক, চাঞ্চল্য হাওড়ায়
    প্রতিদিন | ১৭ অক্টোবর ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া:বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন যুবককে। মৃত এই যুবকের নাম রবি প্রসাদ। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শিবপুরের কাসুন্দিয়ার গণেশ মাজি লেনের কাঁচকল মাঠের একটি বহুতল আবাসনে। যদিও ঘটনার এক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধুই বিবাহ বহির্ভূত ঘটনার জেরেই এই ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। দফায় দফায় জেরা করা হচ্ছে ধৃতকেও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ চৌধুরী নামে ওই আবাসনের একটি ফ্ল্যাটের বাসিন্দার স্ত্রীর সঙ্গে রবি প্রসাদ নামে বছর ৪০ এর এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই মাঝেমাঝেই রবির সঙ্গে বিকাশের বচসা লেগেই থাকত। ফোনেই চলত ঝগড়াঝাটি।

    পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতেও বিকাশ এবং রবি প্রসাদের মধ্যে ফোনে ঝগড়াঝাটি হয়। তারপর অন্যত্র থাকা রবি দলবল নিয়ে কাসুন্দিয়ায় বিকাশের ফ্ল্যাটে যায়। বিকাশকে ফ্ল্যাট থেকে ডেকে রবি ঝগড়াঝাঁটি জুড়ে দেয়। এমনকী বিকাশকে রবি মারধর করে বলেও দাবি। স্থানীয় সূত্রে জানা যায়, বচসা শুরু হতেই রবি ও তার দলবল বিকাশের উপর চড়াও হয়। তখনই বিকাশ পালটা একটি ছুরি দিয়ে রবিকে কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় রবি লুটিয়ে পড়ে  এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পরই বিকাশ নিজের ফ্ল্যাট থেকে পালিয়ে যায়।

    খবর পেয়েই বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার পুলিশ। যদিও ঘটনার এক ঘন্টার মধ্যেই হাওড়া থানায় এলাকার একটি ঝোপ থেকে পলাতক বিকাশকে ছুরি-সহ গ্রেফতার করা হয়। এর পিছনে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)