নব্যেন্দু হাজরা: পূর্বাভাস সত্যি করেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে ও রাতের দিকে অনুভূত হচ্ছে শীতের আমেজ। হাওয়া অফিস বছরে, বর্ষা বিদায় নিয়েছে। তবে বৃষ্টি থেকে নিস্তার নেই। সূত্রের খবর, কালীপুজোর আগেও বৃষ্টিতে ভিজবে বাংলা। অতিভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার ৬ জেলায়।
কিন্তু এখন কেন বৃষ্টি? হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা ও শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে। যার জেরে কালীপুজোর আগেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চল, উত্তর ২৪ পরগনা, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা। তবে ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর। তবে অন্যান্য জেলার আবহাওয়া থাকবে মনোরম। রোদ ঝলমলে আকাশের পাশাপাশি অনুভূত হবে শীতের শিরশিরানিও। তবে জাঁকিয়ে শীতের দেখা কবে মিলবে তা জানায়নি হাওয়া অফিস।
প্রসঙ্গত, একের পর এক নিম্নচাপের কারণে এবছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেসেছে কলকাতা। দুর্গাপুজোর কয়েকদিন আগেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল তিলোত্তমা। বলা যায়, এ মরশুমে বৃষ্টিতে খানিকটা বিরক্তই হয়েছে আমবাঙালি। দিন কয়েক আগে হাওয়া অফিস বর্ষা বিদায়ের খবর দেওয়ায় খানিকটা স্বস্তি পেয়েছিলেন সকলে। কালীপুজোর আগে আবারও মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস।