• পরীক্ষা না-পসন্দ, বানচাল করতে হুমকি ইমেল পঞ্চম শ্রেণির পড়ুয়ার, হুলস্থুল স্কুলে
    এই সময় | ১৭ অক্টোবর ২০২৫
  • সাতসকালে আচমকা স্কুলে এসে পৌঁছেছিল বোমা হামলার হুমকি ইমেল। বৃহস্পতিবার সকালে দিল্লির পশ্চিম বিহারের স্কুলটিতে তখন তুলকালাম। দ্রুত স্কুলে পৌঁছয় পুলিশ। নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়। স্কুলে বোমা মেলেনি, তারপরে ইমেলের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশের।

    স্কুলে বোমা পাওয়া যায়নি। তারপরেই ইমেলের বৃত্তান্ত খুঁটিয়ে দেখা শুরু করে পুলিশ। টেকনিক্যাল অ্যানালিসিস করার সময়ে বেশ কিছু সূত্র পুলিশের হাতে আসে। তদন্তে নেমে পুলিশ দেখতে পায়, নির্দিষ্ট একটি আইডি থেকে ইমেল এসেছে। তদন্তপ্রক্রিয়ার মাধ্যমে ডিভাইস ও ইন্টারনেট সংযোগের তথ্যও পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরে তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে ওই স্কুলেরই পঞ্চম শ্রেণির এক পড়ুয়া ওই ইমেল পাঠিয়েছিল।

    পুলিশ সূত্রের খবর, স্কুলের পরীক্ষা দিতে ভালো লাগছিল না ওই পড়ুয়ার। তাই পরীক্ষা বাতিল করিয়ে ছুটি পাওয়ার জন্যই এই পরিকল্পনা করে ওই নাবালক পড়ুয়া। এই বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ার ব্যবস্থা করছে পুলিশ। যে ডিভাইস থেকে ইমেল পাঠানো হয়েছে, সেটির ফরেন্সিক পরীক্ষা করাতে পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)