বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসেই তরুণীকে ধর্ষণ! গ্রেফতার সহপাঠী
বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
বেঙ্গালুরু, ১৭ অক্টোবর: আবারও একটি ধর্ষণের ঘটনা। এবার কলেজ ক্যাম্পাসের মধ্যেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল পুরুষ সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম জীবন গৌড়া (২১)। ওই ইঞ্জিনিয়ারিং কলেজের ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়া সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ অক্টোবর কলেজ ক্যাম্পাসে ঘটেছে ঘটনাটি। নির্যাতিতা ওই কলেজেই সপ্তম সেমিস্টারের পড়ুয়া। সূত্রের খবর, ধৃত তরুণ নির্যাতিতার সঙ্গেই পড়াশোনা করত। কিন্তু পরীক্ষায় ফেল করায় দু’জনের সেমিস্টার আলাদা হয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের ঘটনার দিন অভিযুক্তের সঙ্গে নোটস নেওয়ার ব্যাপারে দেখা করেছিলেন নির্যাতিতা। টিফিনের সময়ে অভিযুক্ত ওই তরুণীকে বারবার ফোন করছিলেন। ক্যাম্পাসের ভিতরেই একটি বিল্ডিংয়ের সাততলায় দেখা করতে জোর করছিলেন।তার কথামতো সেখানে যেতেই অভিযুক্ত প্রথমে জোর করে চুম্বন করার চেষ্টা করে নির্যাতিতাকে। এমনটাই অভিযোগ। তখনই লিফ্টে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই তরুণী। তার পিছু পিছু লিফ্টে উঠে পড়ে অভিযুক্তও। ষষ্ঠ তলায় লিফ্ট থামতেই নির্যাতিতাকে টানতে টানতে পুরুষদের টয়লেটে জোর করে নিয়ে যায় অভিযুক্ত। ভিতর থেকে টয়লেটের দরজা বন্ধ করে দিয়ে, ওই তরুণীকে ধর্ষণ করে ধৃত তরুণ। এমনকি নির্যাতিতাকে যৌন হেনস্তাও করা হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি চেপে যান ওই তরুণী। পরে দুই বান্ধবীকে সবটা বলে সে। এর মাঝেই ওই তরুণ নির্যাতিতাকে ফোন করে গর্ভনিরোধক ওষুধ লাগবে কিনা জানতে চান। থানায় গিয়ে বিষয়টি জানাতে চাননি নির্যাতিতা। কারণ ঘটনার পর তিনি অবসাদগ্রস্ত ও ভীত হয়ে পড়েছিলেন।পরে পরিবারের সদস্যরা তাঁকে সঙ্গে নিয়ে হনুমান্থানগর থানায় যান। সেখানেই গত ১৫ অক্টোবর মামলা দায়ের হয়। অভিযুক্তরে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করে, তদন্তও শুরু হয়েছে।