• ভূপেন্দ্রর ডেপুটি হলেন তরুণ হর্ষ সাংভি, গুজরাতের মন্ত্রিসভায় জাদেজা পত্নী সহ নতুন মুখ ১৯
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • আমেদাবাদ, ১৭ অক্টোবর: তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, গোষ্ঠীকোন্দলের মতো ইস্যু। এইসব বিষয় ঠেকাতেই গুজরাতের মন্ত্রিসভাকে নতুন করে ঢেলে সাজালো গেরুয়া শিবির। আর বছর দুই পরেই ভোট রয়েছে মোদির রাজ্যে। তার আগে পুরো খোলনোনচেই বদলে ফেলা হল গুজরাতের মন্ত্রিসভার। গতকাল, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া মন্ত্রিসভার সকল সদস্য পদত্যাগ করেন মন্ত্রী পদ থেকে। তারপরেই আজ, শুক্রবার সকালে গুজরাতের রাজ্যপালের সঙ্গে দেখা করনে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। দুপুরেই নতুন মন্ত্রী পদে শপথ নেন ২৬জন বিধায়ক। সেই তালিকায় যোগ দিয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।তিনি জামনগর উত্তরের বিজেপি বিধায়ক। গুরুত্ব বেড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক হর্ষ সাংভির। এতদিন তিনি ছিলেন গুজরাতের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। আজ, শুক্রবার তিনি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। নতুন মন্ত্রী হিসেবে এদিন শপথ নিয়েছেন মোট ১৯ জন বিধায়ক। আগের মন্ত্রিসভা থেকে ছ’জনকে রাখা হয়েছে নতুন মন্ত্রিসভায়। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আপ প্রার্থীকে ১ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে বিধায়ক হন হর্ষ সাংভি। এবার তাঁকেই করা হয়েছে ভূপেন্দ্র প্যাটেলের ডেপুটি। রাজনৈতিক মহলের ধারণা, ভূপেন্দ্র প্যাটেল পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন হর্ষ। কারণ আর দু’বছর বাদে ৬৫তে পা দেবেন ভূপেন্দ্র। ওই বয়সে তাঁকে ফের গুজরাতের মুখ্যমন্ত্রী করা হবে কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে গেরুয়া শিবিরের অন্দরের। তার মাঝেই অমিত শাহ ঘনিষ্ঠ হর্ষকে সামনে এনে বড় চমক দিয়েছে বিজেপি। আজ, শুক্রবার সকালে গুজরাত বিজেপির তরফ থেকে নতুন মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ছিলেন স্বরূপজি ঠাকুর, প্রভেনকুমার মালি, রুশিকেশ প্যাটেল, দর্শনা ওয়াঘেলা, কুনভারজি বাভালিয়া, রিভাবা জাদেজা, অর্জুন মোধওয়াদিয়া, পরশোত্তম শোলাঙ্কি, জিতেন্দ্র ওয়াঘানি, প্রফুল পানশেরিয়া, হর্ষ সাংভি এবং কানুভাই দেশাই। 
  • Link to this news (বর্তমান)