• দীপাবলির বাজার মাতাচ্ছে লাড্ডু, কাজু বরফি, জিলিপি কিংবা রসমালাই মোমবাতি!
    বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: থরে থরে দোকানে সাজানো ওই লাড্ডু বা রসমালাইকে মিষ্টি ভেবে এগিয়ে গেলেই পস্তাতে হবে। হাতে তুলতেই বুঝতে পারবেন আসলে এগুলি মিষ্টি নয়। হুবহু লাড্ডু, কাজু বরফি কিংবা রসমালাইয়ের মতো দেখতে জিনিসগুলি আসলে মোমবাতি। জলপাইগুড়িতে জমে উঠেছে দীপাবলির বাজার। আর এই বাজারে নজর কাড়ছে মিষ্টির আদলে তৈরি রঙিন মোমবাতি। কোনওটির দাম ৫০ টাকা, কোনওটির ১০০ টাকা। শহরের রায়কতপাড়ার বাসিন্দা মোনালিসা রায় দিনবাজারে এসেছিলেন দীপাবলির কেনাকাটা করতে। পরপর দোকানে প্যাকেটের ভিতর লাড্ডু, রসমালাই সাজানো দেখে এগিয়ে আসেন। বললেন, প্রথমে ভেবেছিলাম মিষ্টি। তারপর কিছুটা সংশয় হল, এভাবে প্যাকেট খোলা অবস্থায় মিষ্টি বিক্রি হবে কেন? হাতে নিতেই ভুল ভাঙল। এগুলি যে এক-একটা মোমবাতি বুঝতেই পারিনি।জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার বাসিন্দা শ্রাবন্তী সেন বলেন, আমি এমনিতেই মিষ্টি খেতে ভালোবাসি। দোকানে থরে থরে এভাবে লাড্ডু, রসমালাই সাজানো দেখে এগিয়ে আসি। ভেবেছিলাম, রসে টইটম্বুর রসমালাই হবে, কিন্তু এ তো মোমবাতি! মুখে দিলে দাঁত ভাঙবে! তবে এত সুন্দর যে না কিনে থাকতে পারলাম না। লাড্ডু, কাজু বরফি, জিলিপি, রসমালাই, পানতুয়া, রসগোল্লা সবরকম মোমবাতিই একটা করে নিয়েছি। দিনবাজারে মোমবাতি বিক্রেতা টিটু আগরওয়াল, মায়াঙ্ক আগরওয়ালের দাবি, এবছর দীপাবলিতে মিষ্টির আদলে তৈরি মোমবাতি কার্যত হটকেক। মাটির প্রদীপ কিংবা চাইনিজ টুনিকে বিক্রিতে পিছনে ফেলে দিয়েছে লাড্ডু মোমবাতি, জিলিপি মোমবাতি কিংবা রসমালাই মোমবাতি। দেখতে যেমন সুন্দর, জ্বলছেও খুব ভালো। ফলে ক্রেতারা যে আসছেন, দু-চারপিস করে কিনে নিয়ে যাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)