পথ দুর্ঘটনায় মৃত প্রেমিকা, খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিক!
বর্তমান | ১৭ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেস্টিংস এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক তরুণী। নাম রিয়া শোনকার। গতকাল, বৃহস্পতিবার রাতে প্রেমিক অঙ্কিত মিশ্রের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হন রিয়া। বাইকে করেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, হেস্টিংসের কাছে মাঝরাস্তায় তাঁদের বাইক স্কিড করে। যার ফলে দুর্ঘটনার কবলে পড়েন দু’জনেই। গুরুতর জখম হন তরুণী। অল্প আঘাত লাগে তরুণেরও। তড়িঘড়ি তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে পৌঁছনোর পরেই তরুণীর মৃত্যু হয়।এরপর ওই তরুণীর বাবা হেস্টিংস থানায় অভিযোগ জানান তাঁর মেয়েকে খুন করা হয়েছে। সেই ঘটনায় জড়িত রয়েছে প্রেমিক অঙ্কিত মিশ্র। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে অঙ্কিতকে গ্রেফতার করেছে হেস্টিংস থানা। শুরু হয়েছে তদন্ত।