• ক্রীড়া সাংবাদিকদের বিচারে বর্ষসেরা
    দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৫
  • কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বর্ষসেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে আগামী ২৪ অক্টোবর রাজারহাটের শান্তিবন অডিটোরিয়ামে। এবারে পুরস্কৃতদের মধ্যে রয়েছেন ঐহিকা মুখার্জি, সর্বার্থ মানি, আকাশদীপ, শুভাশিস বোস, রবি হাঁসদা, সঙ্গীতা বাসফোর, মৌমিতা মণ্ডল, শতায়ু মণ্ডল, প্রতিষ্ঠা সামন্ত, অভিনব সাউ, শ্বেতা ব্রহ্মচারী, সুমন বর্মণ, সানিধি মুখার্জি, অভয় এক্কা ও কুণাল দাস। কোচ হিসেবে পুরস্কৃত হচ্ছেন কিবু ভিকুনা। জীবনকৃতি সম্মান পাবেন দিলীপ তিরকে ও লিয়েন্ডার পেজ। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু সহ বিধায়ক তাপস চ্যাটার্জি ও সিএবি’র সভাপতি সৌরভ গাঙ্গুলি।

    ক্লাবের সভাপতি সুভেন রাহা ও সচিব অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় জানান, এ বছরে এই বর্ষসেরা ক্রীড়াবিদ বাছাইয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় বিশেষ সাফল্যকে। পাশাপাশি, অনুষ্ঠানে উপস্থিত থেকে বর্ষসেরারা যাতে পুরস্কার নিতে পারেন, সেটাও দেখা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)