• অপহরণের সুপারি সিভিক ভলান্টিয়ারকে,পুলিশের তৎপরতায় উদ্ধার ব্যক্তি
    দৈনিক স্টেটসম্যান | ১৭ অক্টোবর ২০২৫
  • ডোমকলে এক সিভিক ভলান্টিয়ারকে দিয়ে নিজের সৎ ভাইকে অপহরণের ছক। শুনতে সিনেমার গল্পের মতো, কিন্তু ঘটনাটি একেবারে বাস্তব। পুলিশের তৎপরতায় শেষমেশ ব্যর্থ হয় সেই অপহরণের চেষ্টা। ঘটনায় ডোমকল থানার সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবির-সহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত লালচাঁদ মণ্ডলের বাবার দুই বিয়ে। প্রথম পক্ষের দাদা নিজের সম্পত্তির ভাগ নিশ্চিত করতেই ভাইকে অপহরণের পরিকল্পনা করেন। জানা যায়, লালচাঁদকে কলকাতায় নিয়ে গিয়ে তাঁর ৭০ লক্ষ টাকার সম্পত্তি সৎ দাদাদের নামে লিখিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। সেই কাজের জন্য তিনি ডোমকল থানার কর্মরত সিভিক ভলান্টিয়ার হুমায়ুন কবিরকে ছয় লক্ষ টাকা সুপারি দেন। হুমায়ুন এক লক্ষ টাকায় কয়েকজন সঙ্গী ভাড়া করে নকল পুলিশ সাজিয়ে বুধবার সন্ধ্যায় লালচাঁদকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সন্দেহ এড়াতে গাড়িতে পুলিশের স্টিকারও লাগানো হয়।

    স্বামী লালচাঁদকে তুলে নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ করলে লালচাঁদের স্ত্রী শেফালী বিবিকে ভয় দেখায় দুষ্কৃতিরা। এরপরই শেফালী বিবি থানায় যান। কিন্তু থানায় গিয়ে সেখানে নিজের স্বামীকে না দেখতে পেয়ে অভিযোগ জানান তিনি। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘গাড়ি থেকে চারজন নেমে জোর জবরদস্তি আমার স্বামীকে উঠিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার আগে তাঁরা বলেন, থানায় নিয়ে চল। আমার দেওর সেখানে ছিল। আমরা থানায় এসে খোঁজ করে দেখি, থানায় নেই।’

    থানার আইসি পার্থসারথি মজুমদার বিষয়টি শুনে তৎক্ষণাৎ তদন্ত শুরু করেন। সিসি ক্যামেরা ফুটেজে গাড়ি চিহ্নিত হওয়ার পর জানা যায়, সেই গাড়িটি ডোমকলেই রয়েছে। ডোমকল পুলিশ সঙ্গে সঙ্গে রানাঘাট ও বারাসত থানাকে সতর্ক করে। ভোররাতে সিনেমার কায়দায় অভিযান চালিয়ে পুলিশ নকল পুলিশের গাড়ি ঘিরে ধরে লালচাঁদ মণ্ডলকে উদ্ধার করে। একজন সিভিক ভলান্টিয়ার সহ আট জন নকল পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে জেরা করতেই সে অপহরণের পরিকল্পনার কথা স্বীকার করে নেন। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডোমকল থানার পুলিশ তৎপর হয়ে পড়ে। দ্রুত পদক্ষেপেই অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)