• বয়ফ্রেন্ডের সঙ্গে বেরিয়ে লাশ হয়ে ফিরল ১৭-এর রিয়া! হেস্টিংসের রক্তমাখা রাস্তা থেকে হাসপাতাল, খুন নাকি দুর্ঘটনা?
    ২৪ ঘন্টা | ১৭ অক্টোবর ২০২৫
  • রণয় তিওয়ারি: প্রেমিকের সঙ্গে বেরিয়ে মৃত্যু হল প্রেমিকার। যদিও নাবালিকার পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। রিয়া শোনকার। ১৭ বছর বয়েস। বড়বাজার থানা এলাকার স্ট্যান্ড রোডের বাসিন্দা। বাবা মায়ের একমাত্র মেয়ে রিয়া দশম শ্রেণীর ছাত্রী ছিল।

    ইতিমধ্যে হেস্টিংস থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। 

    মনে করা হচ্ছে হেস্টিংস এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তরুণী রিয়া শোনকারের। গতকাল, বৃহস্পতিবার রাতে প্রেমিক অঙ্কিত মিশ্রের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হন রিয়া। বাইকে করেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, হেস্টিংসের কাছে মাঝরাস্তায় তাঁদের বাইক স্কিড করে। যার ফলে দুর্ঘটনার কবলে পড়েন দু’জনেই। গুরুতর জখম হন তরুণী। অল্প আঘাত লাগে তরুণেরও। তড়িঘড়ি তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালে পৌঁছনোর পরেই তরুণীর মৃত্যু হয়।

    এরপর ওই তরুণীর বাবা হেস্টিংস থানায় অভিযোগ জানান তাঁর মেয়েকে খুন করা হয়েছে। সেই ঘটনায় জড়িত রয়েছে প্রেমিক অঙ্কিত মিশ্র। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে অঙ্কিতকে গ্রেফতার করেছে হেস্টিংস থানা। শুরু হয়েছে তদন্ত। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার হেস্টিংস থানা এলাকার হসপিটাল রোডে রাত সওয়া ১২টা নাগাদ স্কুটার দুর্ঘটনায় জখম হয় ওই কিশোরী। সে চালকের পিছনে বসেছিল।

    মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বন্ধুকেই কাঠগড়ায় তোলেন পরিবারের সদস্যরা। হেস্টিংস থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অঙ্কিতকে। পুলিস জানিয়েছে, ঠিক কী ঘটেছিল, দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিকই তরুণীকে নিয়ে বেরিয়েছিলেন যুবক, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি জেরা করা হচ্ছে ধৃতকে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। 

    পরিবারের সদস্যরা জানান, বছরখানেক ধরে, অঙ্কিত মিশ্র নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রিয়ার। বৃহস্পতিবার রাতে, ছেলেটির সঙ্গে বাইকে করে বেড়ায় রিয়া। এরপর রাত ১২টা নাগাদ রিয়ার পরিবারের কাছে খবর আসে তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। ফোন করে অঙ্কিত নিজেই বলে sskm হাসপাতালে চলে আসার জন্য।

    পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের মেয়েকে।

     

     

     

     

  • Link to this news (২৪ ঘন্টা)