প্রধানমন্ত্রীর মাকে ‘অপমানে’ অভিযুক্ত, বিহারে সেই নওশাদকে টিকিট দিল কংগ্রেস
প্রতিদিন | ১৭ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছে একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা। জোটের জট কাটার আগেই একপেশেভাবে নিজেদের মতো করে ৪৮ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের কেন্দ্রে জালে বিধানসভায় কংগ্রেস প্রার্থী মহম্মদ নওশাদ। তাঁর বিরুদ্ধে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা চলাকালীন নরেন্দ্র মোদির মাকে অশালীন আক্রমণের অভিযোগ উঠেছিল। এবার সেই ঘটনা সামনে এনে ফের বিতর্ক উস্কে দিয়েছে বিজেপি-জেডিইউ।
নওশাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মায়ের বিরুদ্ধে ভোটার অধিকার যাত্রা চলাকালীন যে অশালীন আক্রমণ হয়েছিল, সেটার উদ্যোক্তা ছিলেন নওশাদ। অভিযোগ, রাহুলের যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা কে জড়িয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। সেসময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে। কর্মীরাই মঞ্চে উঠে ওই কাণ্ড ঘটান বলে অভিযোগ। বিজেপি বলছে, ভোটার অধিকার যাত্রার ওই মঞ্চে যে ভাষায় প্রধানমন্ত্রীকে নিশানা করা হয়েছে সেটা ইতিহাসে কোনওদিন হয়নি। জানা গিয়েছে, শনিবার এই ঘটনায় নওশাদের জামিনের আবেদনের শুনানি হবে আদালতে। যদিও, এই ঘটনার সময় তাঁর অনুগামীরা সেখানে থাকলেও, নওশাদ সেখানে ছিলেন না বলেই তাঁর দাবি।
এই ঘটনার মাত্র দু’মাসের মধ্যেই দারভাঙ্গা জেলার জালে বিধানসভা থেকে তরুণ এই নেতাকে প্রার্থী করেছে কংগ্রেস। সোমবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি। এই ঘটনা রাজ্যজুড়ে ফের বিতর্কের জন্ম দিয়েছে। শেষ নির্বাচনেও জালে বিধানসভার প্রার্থীপদ বিতর্ক হয়েছিল। সেই সময় কংগ্রেস আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি মাশকুর উসমানীকে প্রার্থী করে। বিজেপির অভিযোগ ছিল, উসমানী বিশ্ববিদ্যালয়ের অন্দরে মহম্মদ আলি জিন্নাহর ছবি দেখানোকে সমর্থন করেন ওই উসমানি। এই বিতর্কে মিথিলা অঞ্চল জুড়ে কংগ্রেস-আরজেডি জোটের জয়ের সম্ভাবনা বড় ধাক্কা খায়। এবারের বিতর্কেও একই সম্ভাবনার ভয় রয়েছে কংগ্রেসের অন্দরে এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।