• টায়ার ফেটে উলটে গেল অ্যাম্বুল্যান্স! উত্তরপ্রদেশে ভংয়কর দুর্ঘটনায় মৃত ৪
    প্রতিদিন | ১৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা। আচমকা টায়ার ফেটে উলটে গেল অ্যাম্বুল্যান্স। ঘটনায় রোগী-সহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে দেরাদুন থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিল। সীতাপুরের কাছে আসতেই আচমকা অ্যাম্বুল্যান্সটির একটি টায়ার ফেটে যায়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি খাদে উলটে যায়। বিকট শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশও। জানা গিয়েছে, চালক ছাড়াও অ্যাম্বুল্যান্সটির ভিতর ছিলেন দু’জন। তার মধ্যে একজন ছিলেন রোগী। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, দুর্ঘটনার মুহূর্তে অ্যাম্বুল্যান্সটি রাস্তায় এক মহিলা, তাঁর সন্তান এবং এক যুবককেও ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। আহত শিশু এবং ওই যুবককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

    গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যস ছড়িয়ে পড়ে। দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।  
  • Link to this news (প্রতিদিন)