• মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি! অভিযুক্তকে স্কুটিতে চেপে ধাওয়া মহিলার, মাঝরাস্তায় ফেলে মার
    প্রতিদিন | ১৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা। শ্লীলতাহানির ঘটনায় নিজেই স্কুটার চালিয়ে অভিযুক্তর পিছু নিলেন মহিলা। ধরে ফেলে মাঝরাস্তাতেই চলল মার। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে ফতেপুরের এই ঘটনা।

    ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় তাঁকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করছেন ওই মহিলা। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ফতেপুরের জয়ন্তি বাজারে এই ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা গিয়েছে, শুরুতে ওই মহিলা কিছু না বললেও ওই ব্যক্তি তাঁকে অশ্লীল কটূক্তি করতে থাকেন। এরপরেই স্কুটারে চড়ে ওই ব্যক্তিকে ধাওয়া করেন মহিলা। বাজারের মাঝখানে তাঁকে ধরে ফেলেন।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাজারের মাঝেই রাস্তায় দাঁড় করিয়ে ওই ব্যক্তিতে সপাটে চড় মারছেন অভিযোগকারী মহিলা। তাঁদের ঘিরে রাস্তায় দাঁড়িয়ে যান পথচলতি মানুষ। সবাই ওই মহিলার পক্ষে দাঁড়ালেও তাঁরা একসময় দু’পক্ষকেই শান্ত করেন। যদিও, এই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। 

    প্রসঙ্গত, গত মাসে একই রকম ঘটনা ঘটে মহারাষ্ট্রে। এক নাবালিকাকে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্যক্তিকে জুতো দিয়ে মারেন অভিযোগকারী নাবালিকা এবং তাঁর মা।
  • Link to this news (প্রতিদিন)