• জন্মদিনের পার্টিতে গুলি! বহরমপুরের ঘটনায় আহত যুবক, ধৃত ১৪
    প্রতিদিন | ১৭ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জন্মদিনের পার্টিতে চলল গুলি। গুলিবিদ্ধ এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুরে। তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অনুমান, ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত। বাকিদের খোঁজ চালাচ্ছে বহরমপুর হানার পুলিশ। অন্যদিকে কেন এই গুলি তাও জানার চেষ্টা করা হচ্ছে। দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে ঘটনায় আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

    আহত ওই যুবকের নাম সৌরভ রায়। গত ১৫ অক্টোবর তাঁর জন্মদিন ছিল। স্থানীয় ফাঁসিতলা এলাকার একটি বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে বন্ধুবান্ধব মিলিয়ে ২০ জনের বেশি আমন্ত্রিত ছিল বলে দাবি। জন্মদিনের পার্টি চলাকালীনই বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। যা পরে ব্যাপক আকার নেই। তার মধ্যেই এক যুবক হঠাৎ করেই বন্দুক বের করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগে সৌরভের পায়ে। কোনও রকমে রক্ষা পান। যদিও গুরুতর অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ছুটে আসে বহরমপুর থানার পুলিশ। ঘটনার পরপরেই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ঘটনায় জড়িত সন্দেহে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে সব মিলিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ১৪। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সবাই লালবাগের আমানিগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (প্রতিদিন)