• গুরগাঁওয়ে এয়ার ইন্ডিয়ার এয়ারহস্টেসদের গেস্ট হাউজ়ে ভয়াবহ ডাকাতি, চলল অবাধ লুটপাট
    এই সময় | ১৭ অক্টোবর ২০২৫
  • এয়ার ইন্ডিয়ার এয়ারহস্টেসদের গেস্ট হাউজ়ে ভয়াবহ ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গুরগাঁওতে। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ আচমকাই হোটেলে ঢুকে পড়ে ডাকাত দল। শুরু হয় অবাধে লুটপাট। ছিনিয়ে নেয় মূল্যবান জিনিসপত্র। তবে সমস্ত এয়ারহস্টেসই সুস্থ আছেন বলে বিবৃতি দিয়ে জানিয়েছে এয়ারলাইনস সংস্থা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এয়ারহস্টেসদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে এয়ার ইন্ডিয়া। তাঁদেরই একটি ব্যাচকে রাখা হয়েছিল সেক্টর ৪২-এ কোম্পানির নিজস্ব গেস্ট হাউজ়ে। রাতে আচমকাই হোটেলে ঢুকে পড়ে ডাকাত দল। এয়ারহস্টেসদের এক কোণে দাঁড় করিয়ে রেখে রুমে ঢুকে শুরু হয় লুট। ঘটনার পরে হোটেলের বেশ কিছু ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রুমের তছনছ অবস্থা। এয়ারহস্টেসদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বারান্দায়।

    ডাকাতির ঘটনার কথা স্বীকার করে নিয়েছে এয়ার ইন্ডিয়া। একটি বিবৃতিতে এয়ারলাইনস সংস্থা জানিয়েছে, সমস্ত এয়ারহস্টেস সুস্থ আছেন। ঘটনার পরেই তাঁদের অন্য একটি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংস্থা তাঁদের পাশে রয়েছে। এয়ারহস্টেসদের প্রয়োজন অনুযায়ী সব রকমের সাহায্য করা হচ্ছে।

    প্রশিক্ষণ চলাকালীন এয়ারহস্টেসদের কোথায় রাখা হবে, সেই সংক্রান্ত সুনির্দিষ্ট নীতি রয়েছে এয়ার ইন্ডিয়ার। যাতে তাঁদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া যায়। নির্দিষ্ট সময় অন্তর এবং এয়ারহস্টেসদের প্রতিক্রিয়া অনুযায়ী তার মূল্যায়নও করে সংস্থা। এমনটাই দাবি করেছে এয়ার ইন্ডিয়া। কর্মীদের নিরাপত্তাই যে সংস্থার কাছে অগ্রাধিকার, তাও জানানো হয়েছে বিবৃতিতে।

  • Link to this news (এই সময়)