• কলকাতা, হাওড়ায় অভিযান চালিয়ে প্রচুর নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল পুলিশ, চলল গ্রেফতারিও
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • কালীপুজো এবং দীপাবলিতে নিষিদ্ধ বাজি রুখতে তৎপর পুলিশ। অভিযান চালিয়ে কলকাতার বিভিন্ন জায়গা থেকে বহু নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। হাওড়াতেও চলেছে অভিযান। অন্য দিকে, কলকাতার বহুতল আবাসনের প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশন। বহুতলের বাসিন্দাদের সচেতন করতেই এই পদক্ষেপ।

    জোড়াবাগান থানা এলাকায় সুরজ সিংহ নামে এক তরুণকে ধরেছে পুলিশ। তাঁর থেকে ১০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। তারাতলা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকে ২৯ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। তারাতলার অন্য এক জায়গা থেকে ৩০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পর্ণশ্রীর একটি জায়গা থেকে ১০৩ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ২৩৯৯.৬ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার জনকে। ওই সময়ে কলকাতার বিভিন্ন থানায় বাজি নিয়ে অভিযোগ জানিয়ে ২১টি এফআইআর হয়েছে।

    অন্য দিকে, কালীপুজোর আগে বৃহস্পতিবার জগৎবল্লভপুরের একাধিক বেআইনি বাজি তৈরির গোপন আস্তানায় অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর বাজি। গ্রেফতার হয়েছেন চার জন।

    গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পতিহাল, বড়গাছিয়া, মুন্সিরহাট এলাকায় বেআইনি বাজি তৈরির একাধিক গোপন জায়গায় হানা দেয়। বাজেয়াপ্ত করে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি এবং বাজি তৈরির মশলা-সহ নানান সরঞ্জাম। এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (আনন্দবাজার)