• ‘সুবিধা পাইয়ে দেব’! মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে প্রতারণা, ধৃত নিউ টাউনের প্রৌঢ়
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সৌরভ চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে বুধবার রাতে নিউ টাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, রুপোর কয়েন, সোনার গয়নাও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    ১৪ অক্টোবর কলকাতার সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সৌরভ নিউ টাউনের বাসিন্দা। তিনি নিজেকে মু্খ্যমন্ত্রীর দফতরের আধিকারিক দাবি করে প্রতারণা করেছেন। সরকারি প্রতীকও ব্যবহার করতেন। অভিযোগ, বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ করে টাকা দাবি করতেন তিনি। বদলে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। আরও অভিযোগ, কেউ তাঁকে টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ভয়ও দেখাতেন। বেশ কিছু দিন চলছিল এই প্রতারণা।

    পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এর আগেও প্রতারণায় যুক্ত ৪৯ বছরের সৌরভ। বুধবার রাতে নিউ টাউন থেকেই গ্রেফতার করা হয় সৌরভকে। তাঁর থেকে বিভিন্ন ব্যাঙ্কের চেকবুক, রুপোর কয়েন, সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)