• ফুলবাগানে ধৃত তিন জনকেই রাজস্থান নিয়ে যাবে পুলিশ! দিদওয়ানায় খুন করে আশ্রয় নেন কলকাতায়
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • রাজস্থানের ব্যবসায়ী খুনে অভিযুক্ত তিন জনকে ফুলবাগান থেকে গ্রেফতারের পরে শুক্রবার কলকাতার আদালতে হাজির করানো হয়েছিল। রাজস্থান পুলিশ ধৃত ধর্মেন্দ্র, মহেশ এবং গানোয়াতকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায়। সেই আর্জি মেনে তিন জনকে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে পাঠাল আদালত। তাঁদের রাজস্থানে নিয়ে যাবে পুলিশ।

    রাজস্থানে খুনের অভিযোগ রয়েছে তিন জনের বিরুদ্ধে। আরও অভিযোগ, পুলিশের চোখে ধুলো দিয়ে তাঁরা পালিয়ে এসেছিলেন কলকাতায়। বৃহস্পতিবার রাতে ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের। এলাকায় বহিরাগতদের দেখে সন্দেহ হয়েছিল সেখানকার স্থানীয়দের। পরে স্থানীয়েরা দেখতে পান ওই বহিরাগত দলের আরও এক জন এলাকার একটি আবাসনের কার্নিশ থেকে নামার চেষ্টা করছেন। এর পরে এলাকার বাসিন্দারা খবর দেন স্থানীয় থানায়। পুলিশকে আসতে দেখে পালানোর চেষ্টা করেন অভিযুক্তেরা। বেশ কিছুক্ষণ ধরে চলে ‘চোর-পুলিশ’ খেলা। তবে এত চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

    পুলিশ সূত্রে খবর, ফুলবাগান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাঁরা। দীর্ঘ জেরার পরে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তিরা রাজস্থানের বাসিন্দা। ওই রাজ্যের দিদওয়ানা জেলার কুচামান থানায় তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের তরফে রাজস্থান পুলিশকে খবর দেওয়া হয়। রাজস্থান পুলিশ তিন জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানায় কলকাতার আদালতে। সেই আর্জি মেনে নিয়েছে কোর্ট।
  • Link to this news (আনন্দবাজার)