• বাজি-বিধি ভাঙলেই ‘কড়া শাস্তি’! বিজ্ঞপ্তি লালবাজারের, বেঁধে দিল বাজি পোড়ানোর সময়সীমাও
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • কালীপুজো এবং দীপাবলিতে শুধু সবুজ বাজি পোড়ানোরই অনুমতি রয়েছে। তা-ও যখন-তখন নয়, নির্দিষ্ট সময়েই পোড়ানো যাবে বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, আগামী ২০ অক্টোবর, সোমবার কালীপুজো এবং দীপাবলি উৎসবে রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবুজ বাজি পোড়ানো যাবে। প্রকারান্তরে, দিন বা রাতের অন্য সময়ে কোনও রকম বাজি পোড়ানোই নিষিদ্ধ।

    তবে শুধু কালীপুজোই নয়, ছটপুজোর জন্যেও একই রকম নিষেধাজ্ঞা জারি হয়েছে। লালবাজার জানিয়েছে, আগামী ২৮ অক্টোবর, ছটপুজোয় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবুজ বাজি পোড়ানো যাবে।

    লালবাজারের স্পষ্ট নির্দেশ, নিয়ম অমান্য হলে আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে। থানাগুলিও যাতে সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে পদক্ষেপ করে, সে ব্যাপারেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে অবৈধ বাজি তৈরি এবং বিক্রি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবারই হাই কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য প্রশাসন। এ ব্যাপারে রিপোর্টও তলব করা হয়েছে। রাজ্যের আইনজীবী আদালতে জানিয়েছেন, অবৈধ বাজি রোখার বিষয় নিয়ে গত ২৩ সেপ্টেম্বর রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।

    লালবাজারেও বৈঠক হয়েছিল চলতি সপ্তাহের শুরুতে। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের এক আধিকারিক স্পষ্ট জানিয়েছিলেন, এ বছর নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার রুখতেই হবে। তার জন্য নজরদারি বাড়াতে হবে পুলিশকর্তাদের। শহরের প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নিজস্ব এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালাতে।
  • Link to this news (আনন্দবাজার)