দুর্গাপুর: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘নির্যাতিতা’, ফিরলেন হস্টেলে, বাবা গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে
আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
প্রায় এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরকাণ্ডের ‘নির্যাতিতা’ ডাক্তারি ছাত্রী। ফিরলেন হস্টেলে। সঙ্গে রয়েছেন তাঁর মা। ‘নির্যাতিতা’র দেখভালের জন্য হাসপাতাল থেকেও এক জনকে পাঠানো হয়েছে। এ দিকে, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝীর সঙ্গে দেখা করতে সে রাজ্যে ফিরলেন ‘নির্যাতিতা’র বাবা।
গত শুক্রবার সহপাঠী-বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে ওই তরুণী নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ। ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। তার পর থেকেই দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তরুণী। ঘটনার তদন্তে নেমে মোট ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচ জন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ (ওই তরুণী যে কলেজের ছাত্রী) লাগোয়া গ্রামের পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হন তরুণীর সহপাঠীও। সকলেই এখন পুলিশি হেফাজতে রয়েছেন।
‘নির্যাতিতা’র বাবা প্রথম থেকেই বলে এসেছেন, গোপন জবানবন্দির পরেই তিনি মেয়েকে নিয়ে ওড়িশা চলে যাবেন। দিন দুয়েক আগেই ‘নির্যাতিতা’র গোপন জবাববন্দি নেওয়া হয়েছিল। তার পর শুক্রবার বিকেল নাগাদ তরুণীকে হাসপাতাল থেকে ছাড়া হয়।