• পাক-নাগরিকের ভোট নৈহাটিতে, দাবি অর্জুনের
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন (এসআইআর) নিয়ে যখন রাজনীতিতে তরজা অব্যাহত, সেই আবহে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ দাবি করলেন, নৈহাটিতে ভোটার তালিকায় পাকিস্তানের নাগরিক এক মহিলা রয়েছেন। সালেয়া খাতুন নামে ওই মহিলা গত নির্বাচনে ভোটও দিয়েছেন। এই সংক্রান্ত নথি তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের কাছে পাঠিয়েছেন বলেও অর্জুনের দাবি। প্রাক্তন সাংসদের দাবি, “নৈহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এ টি ঘোষ লেনের বাসিন্দা সালেয়া খাতুন করাচির বাসিন্দা। পাকিস্তানের পাসপোর্ট, ভিসা নিয়ে ভারতে এসেছেন। কিন্তু নৈহাটির ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে।” এই প্রেক্ষিতে সালেয়া জানিয়েছেন, ১৯৯১-তে দুবাইয়ে কর্মরত, নৈহাটির বাসিন্দা মহম্মদ ইমরানের সঙ্গে তাঁর বিয়ে হয়। ইমরানের দাবি, “২০০৮-এর আগে আমার স্ত্রী’র নাম ভোটার তালিকায় উঠেছে। তখন থেকেই ভোট দেন। ওঁর (পাকিস্তানের) পাসপোর্ট ও ভিসা বাতিল করে দিয়েছে প্রশাসন।” নৈহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক সনৎ দে বলেছেন, “মহিলার ভোটার কার্ড আসল না কি ভুয়ো, তা নির্বাচন কমিশন দেখবে।”
  • Link to this news (আনন্দবাজার)