• ‘মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও’, বিপর্যস্ত উত্তরের পাশে খড়্গপুর আইআইটি
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াল খড়্গপুর আইআইটি। বৃহস্পতিবার দুপুরে ত্রাণসামগ্রী নিয়ে গেলেন পড়ুয়া, কর্মী ও স্বেচ্ছাসেবকেরা।

    বন্যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিপর্যস্ত মানুষদের সাহায্যের লক্ষ্যে সেখানে ত্রাণ পৌঁছোনোর ব্যবস্থা করল আইআইটি। দুপুরে ক্যাম্পাস থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ২০০ কেজি চাল ও চিঁড়ে, ১০০ কুড়ি কেজি ডাল, ৭৫ লিটার তেল, ২৫ কেজি গুড়, ১২ কার্টন বিস্কুট ও ৩০০ পাউন্ড পাঁউরুটি। ত্রাণ পাঠানোর সময়ে শিক্ষাকেন্দ্রের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, ডিরেক্টর সুমন চক্রবর্তী, লিয়াজঁ অফিসার গুনানন্দ ঝা প্রমুখ।

    লিয়াজঁ অফিসার গুণানন্দ ঝা জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের সাহায্যে ত্রাণ বিলি করবেন আইআইটির পড়ুয়া ও কর্মীরা।
  • Link to this news (আনন্দবাজার)