কালীপুজোর দিন স্পেশাল মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো। পুজোর সময়ে দর্শনার্থীদের সুবিধার জন্য ২০ অক্টোবর, সোমবার ব্লু লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো চালাবে মেট্রো কর্তৃপক্ষ। তবে তার জন্য সকালেও দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা। এই কারণে কালীপুজোর দিন ব্লু লাইনে মেট্রোর সময়সূচি পরিবর্তিত হয়েছে। ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনেও কালীপুজোর দিন পরিষেবার সময়ে বদল ঘটেছে।
কালীপুজোর দিন ২২৬টি মেট্রোর বদলে ১২৪টি (৬২ জোড়া) মেট্রো চলবে
সকাল ৬টা ৩৯ মিনিটের বদলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩২ মিনিটে। বাকি ক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকছে
কালীপুজোর দিন ১২০টি মেট্রোর বদলে ৫২টি (২৬ জোড়া) মেট্রো চলবে
কালীপুজোর দিন ৮০টি মেট্রোর বদলে ৪৪টি (২৬ জোড়া) মেট্রো চলবে