• অনলাইন চালানের মাধ্যমে তহবিল তছরুপ করার অভিযোগে গ্রেফতার বালুরঘাট ভূমি ও ভূমি সংস্কার দফতরের দুই কর্মী
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • অনলাইনে চালান জমা করার মধ্য দিয়ে তহবিল তছরুপ করার অভিযোগে বালুরঘাট ভূমি ও ভূমি সংস্কার দফতরের দুই কর্মীকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। বিষ্ণু বর্ধন মাহাতো ও পার্থ দাস নামে দু’জনকে গ্রেফতার করা হয়।

    সূত্রের খবর, অনলাইন চালানের মাধ্যেমে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ জানিয়ে বালুরঘাট থানায় এফআইআর দায়ের করেন রণেন্দ্রনাথ মণ্ডল নামে ওই দফতরের এক আধিকারিক। সেই এফআইআরের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এই বিষয়ে নবান্নেও জানায় তারা। চলতি বছরের জুলাই মাসে অর্থ দফতরেরে একটি বিশেষ অডিট দল ওই অভিযোগের সত্যতা যাচাই করতে নেমে দেখতে পায় যে, বালুরঘাটের ওই দফতরের আধিকারিকের সই থাকলেও প্রতিটি ক্ষেত্রে কম রাজস্ব আদায়ের হিসাব দেখিয়ে পোর্টালে জমা করা হয়েছে। অন্তত ৩৫টি অনলাইন চালান জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে জানায় বিশেষ অডিট দল। যেই ফাঁকির আনুমানিক পরিমান প্রায় এক লক্ষ টাকা।

    প্রসঙ্গত, জমির মিউটেশনের টাকা, জমির কনভার্সন, ইটভাটার মাটি কেনা থেকে আদায় কর বা অবৈধ পুকুর খনন, অবৈধ ভাবে মাটি পাচার করার মতো অপরাধের জরিমানা থেকে আদায় অর্থ ভূমি সংস্কার দফতরে জমা পড়ে। যা পরবর্তীকালে রাজ্য সরকারের রাজস্ব হিসাবে অর্থ দফতরে নথিভুক্ত হয়। সেই হিসাবে গরমিল নজরে আসে নবান্নের ওই বিশেষ অডিট দলের। তাদের দাবি, বালুরঘাটের দফতরের যা অর্থ আদায়ের হিসাব তার চেয়ে অনেক কম রাজস্ব অর্থ দফতরে জমা পড়েছে।

    বালুরঘাটের ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ জানান, চালানকাণ্ডে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে আছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত দুই সরকারি কর্মীকে বুধবার বালুরঘাট জেলা আদালতে হাজির করানো হয়।
  • Link to this news (আনন্দবাজার)