বেলুড়ের রাসবাড়ি স্নানঘাট ছট পুজোর জন্য ব্যবহার করা যাবে না বলে প্রশাসনকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পালের পুজো অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, শিবকৃষ্ণ দেবোত্তর এস্টেটের অধীনে থাকা ওই স্নানঘাট ব্যক্তিগত সম্পত্তি। তাই এস্টেটের সেবায়েতদের অনুমতি ছাড়া তা ব্যবহার করা যাবে না। কোর্টের আরও নির্দেশ, ছট পুজোর জন্য প্রয়োজনে অস্থায়ী ঘাটের ব্যবস্থা করতে হবে বালি পুরসভাকে। আদালতের পর্যবেক্ষণ, বালি ও হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত এবং সেখানে জনসাধারণের ব্যবহারের জন্য একাধিক গঙ্গার ঘাট রয়েছে। তাই ছটের জন্য রাসবাড়ি ঘাটের ব্যবহার না হলে আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে বলে রাজ্য যে যুক্তি দিয়েছিল, তা খারিজ করছে হাই কোর্ট।
আদালতের খবর, জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁ লেনের দাঁ বাড়ির সম্পত্তি বেলুড়ের রাসবাড়ির নিজস্ব ঘাট প্রতি বছর ছট পুজোর জন্য জোর করে ব্যবহার করা হচ্ছে— এই অভিযোগে মামলা হয় কলকাতা হাই কোর্টে। ব্যক্তিগত সম্পত্তিতে বহিরাগতদের ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন শিবকৃষ্ণের দেবোত্তর এস্টেটের আদালত নিযুক্ত রিসিভার দ্বিজদাস চক্রবর্তী। তাঁর আইনজীবী শাক্য সেন অভিযোগ করেন, প্রতি বছর বেআইনি ভাবে ছট পুজোর জন্য ওই ঘাট ব্যবহার করা হয়। প্রচুর মানুষের ভিড়ে রাসবাড়ির মন্দির প্রাঙ্গণে যেমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তেমনই নদী সংলগ্ন পাঁচিল ও মাঠ-বাগান ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশ দূষণ হয়। তাই ব্যক্তিগত সম্পত্তি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে আদালতের কাছে আর্জি জানান ওই আইনজীবী।
তবে রাজ্যের আইনজীবীর দাবি, ছটের জন্য বহু মানুষ ওই ঘাট ব্যবহার করেন। সেটি ব্যবহার করতে না পারলে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ এবং প্রশাসনও। আইন-শৃঙ্খলার সমস্যাও হতে পারে। উভয় পক্ষের বক্তব্য শুনে রাজ্যের যুক্তি খারিজ করে বিচারপতি নির্দেশ দেন, রাসবাড়ির ব্যক্তিগত সম্পত্তি শিবকৃষ্ণ দেবোত্তর এস্টেটের সেবায়েতদের অনুমতি ছাড়া ছট পুজোর জন্য ব্যবহার করা যাবে না।