• ঋণ পাইয়ে দেওয়ার নামে করে প্রতারণা, টিকিয়াপাড়া থেকে গ্রেফতার এক মহিলা
    আনন্দবাজার | ১৭ অক্টোবর ২০২৫
  • ঋণ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলার সঙ্গে প্রতারণা করার অভিযোগে সাহিন খাতুন নামে এক মহিলাকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যা ছড়ায় হাওড়া জেলার টিকিয়াপাড়ায়।

    সূত্রের খবর, ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ জানান ইসরত জাহা নামের এক মহিলা। এ দিন এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই অভিযুক্ত মহিলার মাকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতারিত মহিলারা। তাদের দাবি ঋণ পাইয়ে দেওয়ার নামে তাঁদের কাছ থেকে সমস্ত নথি সংগ্রহ করে সেখানকার এক ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থার কাছে সেই নথি দেখিয়ে ধৃত মহিলা তাঁদের নামে ঋণ নেন। কিন্তু নথি জমা দেওয়ার পরেও প্রতারিত মহিলারা ঋণ পাননি কিন্তু সেই সংস্থা তাদের বাড়িতে এসে ঋণ নেওয়ার বিষয়ে জানান।

    এই ঘটনার পরেই হাওড়া থানায় লিখিত অভিযোগ জানান তারা। সেই অভিযোগের ভিত্তিতে সাহিনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতাকে হাওড়া আদালতে পেশ করা হলে তাঁকে ৩ দিনের পুলিশী হেফাজত নির্দেশ দিয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)