চুইখিমে প্যারাগ্লাইডিং চালু, দীপাবলির ছুটিতে পাহাড়ে রোমাঞ্চের নতুন দিগন্ত
দৈনিক স্টেটসম্যান | ১৮ অক্টোবর ২০২৫
পর্যটকদের জন্য এক দারুণ সুখবর! দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের পর এবার পাহাড়ে আরও এক জায়গায় শুরু হল প্যারাগ্লাইডিংয়ের নতুন অধ্যায়। দীপাবলির ছুটির মরশুমে এবার চুইখিমে আকাশে ভেসে থাকার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন পর্যটকরা। ডুয়ার্সের খুব কাছেই শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল এই অ্যাডভেঞ্চার স্পোর্টস।
প্রসঙ্গত, কালিম্পং থেকে লাভা-লোলেগাঁও যাওয়ার পথে এক মনোরম পাহাড়ি গ্রাম চুইখিম। ডুয়ার্সের বাগরাকোট থেকে এর দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। এখানেই চুইখিম ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুরু হয়েছে প্যারাগ্লাইডিং পরিষেবা। স্থানীয় পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই প্রকল্পে সহযোগিতা করছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)।
চুইখিমের কাছেই রয়েছে ইয়েলবং গ্রাম, যার রিভার ক্যানিয়ন ট্রেক ইতিমধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয়। এবার প্যারাগ্লাইডিং চালু হওয়ায় পাহাড়ি এই অঞ্চল আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মত স্থানীয় ট্যুর অপারেটরদের।
উল্লেখ্য, ডুয়ার্সের বাগরাকোট ছাড়িয়ে কিছুটা এগোলেই লুপপুল, যা এখন পর্যটকদের নতুন আকর্ষণ। ৭১৭এ জাতীয় সড়কের এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় ডুয়ার্সের বিস্তীর্ণ প্রান্তর, লিস ও ঘিস নদীর বয়ে চলা ধারা, আর পাহাড়ের মায়াময় দৃশ্য। পর্যটন মহলের ধারণা, ইয়েলবং ও চুইখিম এখন একে অপরের পরিপূরক—‘ট্যুইন হিল ভিলেজ’। এক জায়গায় আসা পর্যটকরা স্বভাবতই অন্য গ্রামেও ঘুরে যান। নতুন এই প্যারাগ্লাইডিং প্রকল্প পাহাড়ি এই দুই গ্রামকে আগামী দিনে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র করে তুলবে বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।