• কোচবিহারে নয়ে নয় হবে, বিজয়া সম্মিলনীতে তৃণমূলের বার্তা রাজীবের মুখে
    দৈনিক স্টেটসম্যান | ১৮ অক্টোবর ২০২৫
  • উৎসবের আমেজে রাজনৈতিক বার্তা। কোচবিহারে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনে ফলাফলের ইঙ্গিত দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শহর ব্লক কমিটির উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে তিনি বলেন, ‘কোচবিহারে নয়ে নয় হবে— সব আসন জিতবে তৃণমূল।’

    রাজীবের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই উত্তরবঙ্গের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তাই আজ বিজেপির মিথ্যা প্রচারের দিন শেষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন উন্নয়ন চোখে পড়ছে, তেমনই কোচবিহারও পিছিয়ে থাকবে না। তাঁর দাবি, ‘উত্তরবঙ্গের মানুষ জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই জেলার প্রকৃত উন্নয়ন সম্ভব হয়েছে।’

    এ দিন তিনি আরও বলেন, ‘বিজেপি শুধু বিভ্রান্তি ছড়ায়, উন্নয়ন নয়।’ তিনি অভিযোগ করেন, বিজেপি নাম বদল, প্রতীক পাল্টানো, এমন সব নানা ভাঁওতা দিয়েও মানুষের আস্থা হারিয়েছে। কথা প্রসঙ্গে রাজীবের বক্তব্যে একাধিকবার উঠে আসে মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ। তিনি বলেন, ‘দুয়ারে সরকার, লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু— এসব প্রকল্পে যে স্বচ্ছতা ও মানুষের কাছে পৌঁছনোর ইচ্ছা, সেটাই বাংলার রাজনীতিতে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান।’

    রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আগামী দিনে কোচবিহারে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে উন্নয়নের আলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সম্ভব হবে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নতি।’

    সভায় উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য, শিক্ষক ও বিশিষ্টজনেরা। এ দিন কোচবিহারের বিজয়া সম্মিলনী কার্যত নির্বাচনের প্রস্তুতির মঞ্চে পরিণত হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)