• সরকারি হাসপাতালের মহিলা চিকিত্‍সকের রহস্যমৃত্যু! রোগী দেখে বাড়ি ফেরার পরই...
    ২৪ ঘন্টা | ১৮ অক্টোবর ২০২৫
  • কিরণ মান্না: সরকারি হাসপাতালে চাকরি করতেন, আবার রোগী দেখতেন নার্সিংহোমেও। মহিলা চিকিত্‍সকের রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের তমলুকে।

    পুলিস সূত্রে খবর, মৃত চিকিত্‍সকের নাম শালিনী দাস। বাড়ি, কলকাতার দমদমে। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে পূর্ব মেদিনীপুরে ছিলেন তিনি। প্রায় বছর দুয়েক পোস্টিং ছিল তমলুক মহকুমা হাসপাতালে। মাস  তিনেক আগে কাঁথি মহকুমা হাসপাতালে বদলি হন ওই চিকিত্‍সক। তমলুকে একটি বাড়ি ভাড়া নিয়ে মায়ের সঙ্গে থাকতেন তিনি। 

    আশেপাশের বিভিন্ন নার্সিংহোমে রোগী দেখতেন শালিনী।  আজ, শুক্রবার সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোন ওই মহিলা চিকিত্‍সক। প্রথমে যান মহিষাদলের একটি নার্সিংহোমে, তারপর তমুলকের আরেকটি নার্সিংহোমে। মৃতের মায়ের দাবি, সকাল এগারোটা নাগাদ মেয়ে যখন বাড়ি ফেরে, তখন তাঁর হাতে একটি চ্যানেল করা ছিল। কিন্তু বাড়ি থেকে বেরনোর সময়ে নাকি  হাতে কোনও চ্যানেল ছিল না! 

    এদিকে বাড়ি ফেরার কিছুক্ষণ পরে লুটিয়ে পড়েন শালিনী। হাতে চ্যানেল থেকে রক্ত বেরোতে শুরু করেন। এরপর পাশেই একটি নার্সিংহোমে নিয়ে গেলে, তাঁকে পাঠিয়ে দেওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। তমলুক হাসপাতালে মৃত্যু হয় ওই চিকিত্‍সকের।

  • Link to this news (২৪ ঘন্টা)