জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাইরে থেকে এখানে লোক আনা হচ্ছে'। কালীপুজোর উদ্বোধনে বহিরাগত-তোপ মুখ্যমন্ত্রী। বললেন, 'ভোটের নাম করে কিছু লোক বহিরাগতদের নিয়ে আসে। বিভিন্ন হোটেল ভাড়া করে, বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে। যাঁদের অনেক টাকা আছে'।
উত্তর কলকাতায় গিরিশ পার্কে কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী। বললেন, 'প্রতিবারই আসি। একবারই আসিনি, স্মিতার উপরে রাগ করে। আমরা কালীপুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে। বাংলা কসমোপলিটান। সব ধর্মের এবং সব বর্ণের, সব সম্প্রদায়ের মানুষ, এখানে যাঁরা বসবাস করে। তাঁদের সকলের উত্সব, আমার উত্সব'।
মুখ্য়মন্ত্রীর কথায়, 'আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে,আমি বহিরাগত বলতে এখানে যারা বাস করে, তাদের কথা বলিনি। এখানে যারা থাকে, তাঁরা বাঙালিদের থেকেও বেশি বাঙালি। তাদের সম্মান করি। ভালোবাসি। বহিরাগত কাদের বলেছি? আমি একটা রাজনৈতিক দলকে বলেছিল। যারা বাইরের লোক নিয়ে এসে এখানে, আমাদের ভোটারদের নামের পাশে দশটা করে বাইরের লোকের নাম তোলে। যাতে এখনকার ভোটাররা ভোট দিতে না পারে'।
মুখ্যমন্ত্রীর সাফ কথা, 'একটা লোকের নাম তো দু জায়গায় থাকতে পারে না। সে চিটিং করছে, সেটা কাউন্সিলরদের দেখা কাজ নয়। এটা বলতে গেলে, ব্যাখ্যা করলেই অন্যভাবে'।