• ‘ডিজিটাল অ্যারেস্টে’ উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, বৃদ্ধ দম্পতির ১.৫ কোটি টাকা প্রতারণায় কেন্দ্রকে নোটিস
    প্রতিদিন | ১৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে দেশে প্রতারণার ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে। এই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। অভিনব পদ্ধতিতে যেভাবে এই প্রতারণা বেড়ে চলছে এবং প্রতারকদের শিকার হচ্ছে দেশের প্রবীণরা তাতে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

    গত ২১ সেপ্টেম্বর হরিয়ানার অম্বালার এক প্রবীণ দম্পতি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, ১ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতারকরা তাঁদের ডিজিটাল অ্যারেস্ট করে ভয় দেখিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেন। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সিবিআই ও আইবি আধিকারিক সেজে প্রতারকরা তাঁদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে। সেখানে সুপ্রিম কোর্টের ভুয়ো নির্দেশ দেখা হয়। যাতে আবার আদালতের স্ট্যাম্প ও প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার স্বাক্ষর ছিল। এই ঘটনায় সারা জীবনের সঞ্চয় খুইয়েছেন ওই দম্পতি।

    ঘটনা সামনে আসতেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, “সাধারণ মানুষকে ঠকাতে যেভাবে সুপ্রিম কোর্ট, হাই কোর্টের নির্দেশ, বিচারপতিদের সাক্ষর জাল করা হচ্ছে তা উদ্বেগজনক। এই ধরনের ঘটনা আদালতের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার উপর কুঠারাঘাত।” আদালত আরও জানায়, “এই ধরনের ঘটনা একবার নয়, অসংখ্যবার সামনে এসেছে। যেখানে আদালতের নকল তথ্য ব্যবহার করে সাধারণ নাগরিক, বিশেষ করে প্রবীণদের টার্গেট করা হচ্ছে। সাধারণভাবে এই ধরনের ঘটনায় আমরা পুলিশকে তদন্তের দায়িত্ব দিতাম। কিন্তু যেভাবে বিচারবিভাগ ও বিভিন্ন সংস্থার রবার স্ট্যাম্প ও সাক্ষর নকল করে প্রতারণা চলছে তাতে এই ঘটনাকে সাধারণ অপরাধ হিসেবে দেখা উচিত নয়। এই ধরনের প্রতারণা রুখতে কেন্দ্র ও রাজ্যগুলিকে একসঙ্গে কাজ করতে হবে।”

    গোটা ঘটনায় কেন্দ্র, সিবিআই ও স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। পাশাপাশি হরিয়ানা সরকার ও অম্বালার সাইবার অপরাধ বিভাগের কাছেও ওই প্রবীণ দম্পতির মামলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে।
  • Link to this news (প্রতিদিন)