• ১০ দিনে ৩ জন! হরিয়ানায় মিলল আরেক পুলিশকর্তার দেহ, পাশে ‘সুইসাইড নোট’
    প্রতিদিন | ১৮ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে হরিয়ানা। দুই আইপিএস আধিকারিকের পর এবার বিজেপি শাসিত এই রাজ্যে আত্মঘাতী হলেন আরও এক পুলিশকর্তা। জানা গিয়েছে, ৪০ বছর বয়সি ওই ব্যক্তির নাম কৃষ্ণ যাদব। গুরুগ্রামের এএসআই পদে কর্মরত ছিলেন তিনি। এই নিয়ে গত ১০ দিনে হরিয়ানায় আত্মঘাতী হলেন ৩ জন পুলিশকর্তা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের বাড়ি হরিয়ানার রেওয়াড়ি জেলার জৈনবাদ গ্রামে। শুক্রবার নিজের বাড়িতেই আত্মঘাতী হন কৃষ্ণ। ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে নিজের মৃত্যুর জন্য স্ত্রী ও শ্বশুরবাড়ির লোককে দায়ী করেছেন পুলিশ আধিকারিক। জানা যাচ্ছে, তাঁর স্ত্রী দিল্লির পিজিটি শিক্ষক। সুইসাইড নোটে নিজের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন কৃষ্ণ। লিখেছেন, তাঁর স্ত্রী একাধিকবার থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে হেনস্তা করেছেন। সুইসাইড নোটে কৃষ্ণ নিজের শ্বশুর ও শ্যালকের নামও উল্লেখ করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। কৃষ্ণর দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    উল্লেখ্য, দিন দশেক আগে হরিয়ানায় আত্মঘাতী হন শীর্ষ পুলিশকর্তা পুরন কুমার। তাঁর সুইসাইড নোট ঘিরে রীতিমতো সাড়া পড়ে যায় দেশে। ঘটনার তদন্তে নেমে বরখাস্ত করা হয়েছে রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজারনিয়াকে। এর কিছুদিন পর হরিয়ানায় আত্মঘাতী হন আরেক পুলিশ আধিকারিক। মৃত পুলিশকর্মীর নাম সন্দীপ রাথার। তিনি রোহতকের সাইবার সেলে কর্মরত ছিলেন। নিজের সুইসাইড নোটে ওই অফিসার দায়ী করেছিলেন পুরন কুমারকেই! যা হরিয়ানার পুলিশ মৃত্যুর ঘটনায় নয়া মোড় এনে দেয়। প্রথম মৃত্যুর মাত্র ১০ দিনের ব্যবধানে আত্মঘাতী হলেন আরও এক পুলিশকর্তা।
  • Link to this news (প্রতিদিন)