• মমতার সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক দায়িত্ব, NKDA-র চেয়ারম্যান শোভন
    প্রতিদিন | ১৮ অক্টোবর ২০২৫
  • মলয় কুণ্ডু ও ফারুক আলম:  ফের প্রশাসনিক দায়িত্বে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব পেলেন শোভন। তাঁকে নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ অর্থাৎ NKDA-র চেয়ারম্যান করা হল। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর আগে NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এই প্রথম নিউটাউন এর এনকেডিএ-র চেয়ারম্যান আলাদাভাবে নিযুক্ত করা হলো। এতদিন পর্যন্ত হিডকোর চেয়ারম্যানকেই এই দায়িত্ব সামলাতে হতো।

    নিউ টাউনের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, পুর পরিষেবা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত এনকেডিএ-র চেয়ারম্যানের জন্য আলাদাভাবে নতুন মুখ বেছে নিতে হবে। বর্তমানে হিডকোর চেয়ারম্যান পদে আসীন হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এনকেডিএর দায়িত্ব এতদিন সামাল দিচ্ছিলেন আমলারাই। সেই কারণে পুর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণে বাড়তি সময় লেগে যেত। বর্তমানে নিউটাউনের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নিউটাউনের গুরুত্ব শহর কলকাতার সমান্তরাল হয়ে গিয়েছে। যেখানে আগামী দিনে কলকাতা হাই কোর্ট থেকে শুরু করে সরকারি অতি গুরুত্বপূর্ণ সকল স্তরের অফিসগুলিকে ধীরে ধীরে স্থানান্তর করা হচ্ছে। তার সঙ্গেই রাজ্যের সর্ববৃহৎ আইটি সেক্টর এবং ফিনটেক হাব তৈরি হয়েছে এই নিউটাউনের বুকেই।  নিত্যদিন নিউটাউনে লক্ষ মানুষের আনাগোনা বেড়ে গিয়েছে।

    ফলে অত্যাধুনিক পুলিশি ব্যবস্থার প্রয়োজনীয়তা তৎসহ পুর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজ্যকে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। তারই ফলস্বরূপ কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র পদে থাকার অভিজ্ঞতার নিরিখে নিজেকে প্রমাণ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাই তাঁকেই নিউটাউনবাসীর পুর পরিষেবা দেওয়ার দায়িত্ব তুলে দেওয়া হল রাজ্যের পক্ষ থেকে। নতুন দায়িত্ব নিয়ে অবশ্য এখনও শোভন চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
  • Link to this news (প্রতিদিন)