• কালীপুজোয় দিঘার জগন্নাথ মন্দিরে জ্বলবে ১০০৮টি প্রদীপ, আর কী কী আয়োজন?
    এই সময় | ১৮ অক্টোবর ২০২৫
  • আলোর উৎসবে মেতে উঠবে গোটা রাজ্য। প্রস্তুতি শুরু জেলায় জেলায়। সেজে উঠছে সৈকত শহর দিঘাও। কালীপুজোয় বিশেষ আয়োজন দিঘার জগন্নাথ মন্দিরে।

    পুরো মন্দির সাজানো হবে প্রদীপ দিয়ে। কালীপুজোর দিনে বিশেষ পুজোর আয়োজন করা হবে মন্দিরে। আয়োজন হবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা ভক্তিমূলক অনুষ্ঠানমালার। মন্দিরে সামনে পরিবেশন হবে বিশেষ নৃত্য। জানা গিয়েছে, মোট ১০০৮টি প্রদীপ দিয়ে সাজানো হবে গোটা মন্দিরকে।

    দূরদূরান্ত থেকে আসা ভক্তেরা যেন নির্বিঘ্নে মন্দির দর্শন করতে পারেন, তার জন্য আয়োজনের প্রতিটি ধাপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। থাকছে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থাও। ধনতেরাস ও গোবর্ধন পুজো উপলক্ষে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুজোয় সাত লক্ষ মানুষের ভিড় হয়েছে জগন্নাথ মন্দিরে। কালীপুজোতেও দর্শনার্থীদের ভালো ভিড় থাকবে বলেই আশা করা হচ্ছে।

    দিঘা জগন্নাথ ধামের ট্রাস্টি বোর্ডের অন্যতম রাধারামন দাস জানান, মন্দির উদ্বোধনের পর প্রথম বার দীপাবলি উৎসব পালন হবে দিঘা জগন্নাথ ধামে। আলোকিত করা হবে গোটা মন্দির প্রাঙ্গণ। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)