আরজেডির প্রার্থী বাহুবলী সাহাবুদ্দিনের ছেলে ওসামা
বর্তমান | ১৮ অক্টোবর ২০২৫
পাটনা: বিহারের নির্বাচনী রাজনীতিতে পা রাখলেন বাহুবলী নেতা মহম্মদ সাহাবুদ্দিনের ছেলে ওসামা। লালুপ্রসাদ যাদবের দল আরজেডির টিকিটে রঘুনাথপুর বিধানসভা আসনে মনোনয়ন পেশ করলেন তিনি। গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া সাহাবুদ্দিন আরজেডির টিকিটে চারবার সাংসদ হয়েছিলেন। এবার ভোট ময়দানে ডেবিউ ওসামারও। হলফনামায় ওসামা জানিয়েছেন, তাঁর কাছে মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ২.৩১ কোটি। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির মূল্য ৫.৭০ কোটি টাকা। ওসামার বিরুদ্ধে ৫টি ফৌজদারি মামলা রয়েছে। ওসামাকে টিকিট দেওয়া নিয়ে আরজেডিকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। সারনের একটি সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তোপ, ‘আমি আরজেডির প্রার্থী তালিকা দেখেছি। তালিকায় সাহাবুদ্দিনের ছেলে রয়েছে। যদি সাহাবুদ্দিনের ছেলে টিকিট পায়, তবে বিহার কিভাবে নিরাপদ হবে? মানুষের উচিত আরজেডির মতো দলগুলির বিষয়ে সতর্ক থাকা।’ ওসামার বাবা সাহাবুদ্দিনের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার অভিযোগে সাজা ঘোষণা করেছিল আদালত।
Link to this news (বর্তমান)